সারেগামাপা-র হাড্ডা🔥হাড্ডি লড়াইয়ের মাঝেই এবার একটু ভিন্ন স্বাদ। চলতি সপ্তাহে প্রতিযোগিদের সামনে কড়া চ্যালেঞ্জ। স্টুডিও-তে গান গাওয়ার অভিজ্ঞতার মুখো𓆉মুখি তাঁরা। আরাত্রিকা,অঙ্কনাদের সেই টক্করের মাঝেই সারেগামাপা-র মঞ্চে থাকছে ব্রততী বন্দ্যোপাধ্যায়ের চমক।
হ্যাঁ, বাংলার এই জনপ্রিয় বাচিক শিল্পী এবার হাজির হবেন এই রিয়ালিটি শো-এর মঞ্চে। সেখানে নারীশক্তির জয়গান ধ্বনিত হবে ব্রততীর দৃপ্ত কণ্ঠে। ‘আমি সেই মেয়ে’ কবিতাটি পাঠ করবেন শিল্পী। তাঁর আগুন ঝরানো কণ্ঠে শোনা যাবে, ‘আমি সেই মেয়ে….দু-চোখে জ্বলবে ভীষণ আগুন…দু-হাতে ঝলসে উঠতে খড়গ.. দু-পায়ের নূপুরে বেজে উঠবে রণ দুন্দুভি…’। মঞ্চে তাঁর এই কবিতা পাঠের সঙ্গেই সারেগামাপা-র প্রমিলা ব্রিগেড গলඣা মেলাবে ‘জা🧸গো উমা..’ গানে। সেই যুগলবন্দি রীতিমতো শিহরণ জাগায়।
ব্রততী বন্দ্যোপা🌸ধ্যায়ের এই উপস্থাপনা দেখে চোখে জল ইমনের। পারফরম্যান্স শেষে ⛄উঠে দাঁড়িয়ে করতালিতে ভরিয়ে দিলেন শান্তনু-অন্তরারা। এই কবিতা পাঠ করে নস্টালজিক ব্রততী বন্দ্যোপাধ্যায়ও। ফেসবুকে তিনি এই কবিতার ইতিহাস বর্ণনা করেন। জানান, ‘১৯৯৬ সালে 'এক সন্ধ্যায় একা ব্রততী'র মঞ্চে, রবীন্দ্রসদনে, সাতই ডিসেম্বর, এই কবিতা প্রথম উচ্চারণ করেছিলাম। লিখে দিয়েছিলেন সেই অনুষ্ঠানের জন্যই ,শুভ দাশগুপ্ত। ২৮ বছর পরে নতুন ফরমে এই কবিতা জি বাংলা সা রে গা মা পার মঞ্চে।'
২৮ 𒆙বছর পরেও অক্ষুণ্ন ব্রততী ম্যাজিক। এক নেটিজেন লেখেন, ‘এ হল কন্ঠের যাদুবিপ্লব’। অপর একজন লেখেন, ‘আর এক বার মঞ্চ হোক দিদিভাই’। আরেক ব্রততওী অনুরাগী লিখেছেন, ‘সত্যি আবারো সেই কন্ঠের মাদকতা...’। আগামী আগামী ৩০ শে নভেম্বর শনিবারের পর্বে শোনা যাবে ব্রততী বন্দ্যোপাধ্যায়ের এই উপস্থাপনা।
আবৃত্তিকার ব্রততী বন♏্দ্যোপাধ্যায়ের সঙ্গে মঞ্চ ভাগ করে নিতে পꦓেরে আপ্লুত আরাত্রিকা। বাঁকুড়ার এই কন্যের মতে, ‘জাস্ট জমে যাবে…’। আপতত পর্দায় এই জাদু দেখার অপেক্ষা।
তবে এই প্রথম নয়, এর আগেও মল্লিকা সেনগুপ্তের বিখ্যাত কন্যাশ্লোক ‘আমার দুর্গা’ পাঠ করে সা🌳রেগামাপা-র মঞ্চ মাতিয়েছেন আবৃত্তিকার মুনমুন মুখোপাধ্যায়। সারেগামাপা-র মঞ্চ থেকে ইতিমধ্যেই বাদ পড়েছে উত্তরবঙ্গে যুগল কিশোর। সময় যত গড়াচ্ছে ততই কঠিন হচ্ছে মোকাবিলা। এই বছর লড়াই শুধু প্রতিযোগিদের মধ্যে নয়, লড়াই জমে উঠেছে বিচারকদের মধ্যেও। কার টিমের প্রতিযোগির মাথায় উঠবে সেরার মুকুট সেইদিকেও নজর সকলের।