What is Hematoma: নাকে আঘাত পেয়ে হেমাটোমায় আক্রান্ত হন কাঞ্চনা! কতটা ভয়ঙ্কর এই রোগ, কোন ক্ষেত্রে হতে হবে সতর্ক Updated: 09 Apr 2023, 04:08 PM IST Sritama Mitra হাঁটা চলার পথে কোথাও ধাক্কা লেগে অনেক সময়ই সজোরে আঘাত লাগলে ব্যথা হয়। লেগে যাওয়া স্থান অনেক সময়ই কালচে রঙের হয়। যাকে পাতি বাংলায় ‘কালশিটে’ পড়ে যাওয়া বলা হয়। এই কালশিটে পরে বিপজ্জনক হেমাটোমা দানা বাঁধার রাস্তা হতে পারে।