‘বাদো বাদি’ গান গেয়ে বিখ্যাত হয়েছিলেন পাক বংশোদ্ভুত গায়ক চাহাত ফতেহ আলি খান। কোটি কোটি লোক শুনেছিল সেই গান। এবার সেই গায়কে༺র গলাতেই শোনা গেল ‘মেরে বতন মেরে চমন’। জন্মভূমি পাকিস্তানকে উদ্দেশ্য করে গাওয়া সেই গান ইতিমধ্যেই ভাইরাল নেটদুনিয়ায়। গান শুনে নেটপাড়ার রীতিমতো ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ অবস্থা। এক নেটিজেন তো ব্যঙ্গ করে লিখেই ফেললেন, ‘আমরা এবার আত্মসমর্পণ করলাম। আর কিছু করার নেই। এই গান শোনার পর আ𒆙মরা অনেকেই আধমরা। তাই আত্মসমর্পণ করতেই হল!
আরও পড়ুন - সরকারি চাকরি মানেই ‘ܫউপরি আয়🦂ের পথ’! মাইক্রোসফটের ছাঁটাই নিয়ে তুমুল বিতর্ক ভাইরাল
‘আধমরা’ করে দিয়েছে নেটিজেনদের
প্রসঙ্গত, ভারত-পাক উত্তেজনার আবহে বহু ইউটিউব চ্যানেল ভারতে ব্লক করে দেওয়া হয়েছে। ব্লক করে দেওয়া হয়েছে বহু অভিনেতা-অভিনেত্রী ও গায়ক-গায়িকার ইনস্টা পেজও। ‘বাদো বাদি’খ্যাত চাহাত ফতেহ আলি খানের উপরেও সেই কোপ পড়েছে। কিন্তু তার পরেও তার ভিডিয়ো ভাইরাল এক্স প্ল্যাটফর্মে। ভাইরাল সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে প্রায় সাড়ে চার মিনিটের গান গেয়েছেন চাহাত। তার পরিচিত সুরে, পরিচিত ঢঙে। সেই গানই রীতিমতো আধমরা করে🍷 দিয়েছে নেটিজেনদের।
আরও পড়ুন - একসঙ্গে কর্মরত ১৪ জন নার্স একই 🃏সময় গর্ভবতী! কীভাবে? কী ‘সাফাই’ দিল হাসপাতাল?
দেখুন ভিডিয়ো
নেটিজেনদের প্রতিক্রিয়া
ভাইরাল পোস্টের কমেন্ট বক্স যে খনি, সে কথা নেটিজেন মাত্রই জানেন। তেমনই খনি ছিল এই পোস্টের কমেন্ট ꧑বক্স। বহু মানুষ সেখানে বিবিধ কমেন্টে চাহাত ফতেহ আলি খানকে ভূষিত করেছেন। কেউ লিখেছেন, ‘পরমাণু বোমার থেকেও খারাপ গান’ তো কারও আবার মত, ‘এই দিনটাই দেখার বাকি ছিল!’ এক নেটিজেন যেমন লিখেছেন, ‘বীভৎস গান!’ াবার আরেক নেটিজেন কিছু বন্দুক ধরা ব্যক্তির ছবি পোস্ট করে লিখেছেন, ‘একে নিউট্রালাইজ করার জন্য ভারত থেকে এটা লঞ্চ করছি।’