১। একদিন এক কৃষকের বাড়িতে হানা দিলেন এক গোয়ে🎀ন্দা। সহজ সরল কৃষককে ধমক দিয়ে গোয়েন্দা বললেন, ‘সরে দাঁড়াও, আজ তোমার বাড়িতে তল্লাশি করব!’
কৃষক বললেন, ‘তল্লাশি করতে চান, করুন স্য♓ার। কিন্তু দয়া করে বাড়ির উত্তর দিকের মাঠটায় যাবেন না।’
গোয়েন্দা কৃষকের নাকের ডগায় পরিচয়পত্রটা ঝুলিয়ে বললেন, ‘এটা চেন? এখানে আমার নাম লেখা আছে—গোয়েন্দা অ্যালবার্ট জনসন! এটা দꩵেখলে যে কেউ ভয়ে কুঁকড়ে যায়! আর তুমি কি না আমার কাজে বাধা দিতে চাও?’
আর কিছু বললেন না কৃষক।
কিছুক্ষণ পরই দেখা গেল, উত্তর দিকের মাঠ থেকে গোয়েন্দা অ্যালবার্ট জনসনের চিৎকার শোনা যাচ্ছে, ‘বাঁচাও! আমাকে বাঁচাও’। কৃষক ছুটে গিয়ে দেখলেন, একটা ষাঁড় অ্যালবার্ট জনসনকে তাড়া করছে। দূর থেকে কৃষক বললেন, ‘স্যার, ওকে আꦫপনার পরিচয়পত্রটা দেখান!’
(আরও পড়ুন: সকাল সকাল হাসলে মন ভালো হয়, পড়ে নিন দিনের সেরা𓂃 ৫ জ🤪োকস, থাকুন ফুরফুরে)
২। শিক🉐্ষক: বল তো, আমরা কীভাবে আমাদের স্কুলটাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাಞখতে পারি?
ছাত্র: স্যার, আমরা ক্লাস না করে বাড𒉰়িত𒁃ে বসে থাকতে পারি!
(আরও পড়ুন: রবিব🐈ার দুপুর দুপুর পড়ে নিন মনভালো করা ৫ জোকস, ছুটির মজা দ্বিগুণ বেড়ে যাবে)
৩। তিনজন পরিসংখ্যানবিদ একবার গেলেন পাখি শিকার করতে। প্রথমজন গুলি ছুড়লেন, গুলিটা পাখির ডান দিক দিয়ে চলে গেল। দ্বিতীয়জন গুলি ছুড়লেন, গুলিটা পাখির বাঁ দিক দিয়ে চলে গেল। তৃতীয় জন হাসিমুখে বললে🌞ন, ‘হুঁ…পরিসংখ্যানের গড𓄧় অনুযায়ী, এবার গুলিটা পাখির গায়েই লাগবে!’
(আরও পড়ুন: আজ কাজের চাপ আছে? তার মধ্যেও কিন্তু হাসতে হবে! পড়ে নিন দিনের সেরা ৫ ꦡজোকস)
৪। স্ত্রী: ওগো আমি মারা গেলে তুমি কাঁদবে না ?
স্বামী: অবশ্যই।
স্ত্রী: আমার বিশ্বাস হয় না।
স্বামী: বেশ পরীক্ষা হয়ে যাক।
(আরও পড়ুন: সপ্তাহ শেষের মুখে, ꦯপড়ে নিন দিনের সেরা ৫ জোকস, উইকেন্ডের মজা আর একটু বাড়ুক)
৫। বাবা: কী রে, তোর পরীক্ষার রেজাল্ট কী হলো?
ছেলে: আর বোলো꧃ না বাবা, হেডমাস্টার সাহেবের ছেলে ফেল করেছে।
বাবা: তুই পাস করেছিস তো?
ছেলে: ডাক্তার সাহেবের ছেলেও ফেল!
বাবা: আরে, তোর রেজাল্ট বল?
ছেলে: ম্যাজিস্ট্রেট সাহেবের ছেলে পর্যন্ত ফেল!
বাবা: আমি জানতে চাইছি, তোর রেজাল্ট কী?
ছেলে: আমি কোন পণ্ডিতের ছেলে যে পাস করব!