প্রতি বছরই বড়দিনের মরশুমে আলোয় সাজে কলকাতা। বিশেষ করে পার্ক স্ট্রিটের চেহারা বদলে যায় এই সময়ে। বড়দ🐠িনের আগে থেকে নতুন বছরের গোড়া পর্যন্ত থাকে এই আলোর সাজ। শহরের মানুষ তো বটেই, শহরের বাইরে থেকেও অনেকে এই সময়ে কলকাতায় আসেন শুধু পার্ক স্ট্রিটের আলো দেখতেই। কিন্তু এ বার তার সঙ্𝓀গে যোগ হয়েছে নতুন আরও একটি জিনিস। বিরাট ক্রিসমাস গাছ।
৫৪ ফুট দৈর্ঘ্য এবং ৩০ ফুট প্রস্থের এই ক্রিসমাস টি-টি সম্প্রতি পার্ক স্ট্রিটের 🅺এপিজে হাইজের সামনে বসানো෴ হয়েছে। তার সঙ্গে রয়েছে ৭ ফুট লম্বা সান্তা ক্লজের মূর্তিও। এর উদ্বোধন করেছেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।
বড়দিন উপলক্ষে পার্ক স্ট্রিটে এই গাছের সংযোজনের সিদ্ধান্ত এপিজে গ্রুপেরই। সংস্থার অন্যতম প্রধান সভিক মণ্ডল সংবাদমাধ্যমকে জানিয়েছে, ১০ দিন ধরে ২৫ জন শিল্পী মিলে গাছটিকে সাজিয়েছেন। ৩৫০টি বল, ৩০০টি ঘণ্টা আর ১০০টি উপহারের বাক্স দিয়ে সাজানো হ🀅য়েছে গাছটি, এছাড়াও রয়েছে প্রচুর এলইডি লাইট।
বৃহস্পতিবার থেকেই পথচারীদের নজর কেড়েছে এই গাছ। ভিড় জমেছে, 🃏তার সামনে ছবি তোলার। এবারের বড়দিনে 🍨এই ক্রিসমাস ট্রি যে পার্ক স্ট্রিটের বড় আকর্ষণ হয়ে উঠতে চলেছে, তা স্পষ্ট টের পাওয়া যাচ্ছে ইতিমধ্যেই।
পার্ক স্ট্রিটের নতুন এই সাজের উদ্বোধন করতে এ🌳সে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় সংবাদমাধ্যমকে জানান, গত কয়েক বছর ধরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পার্ক স্ট্রিটকে আরও আকর্ষণীয় করে তুলতে চাইছেন। নতুন এই সাজ সেই উদ্যোগকেই আরও একটু এগিয়ে দিল।