প্যাচপ্যাচে গরমে ঘামের অস্বস্তি যেমন একটি সমস্যা, তেমনই গর𝓀মে রোদের তেজের শুষ❀্কভাব বহু সময়ই শরীরে নানান ধরনের সমস্যা তৈরি করে ফেলে। যেমন গরমেও অনেকে শুষ্ক ঠোঁটের সমস্যায় জড়িয়ে পড়েন। উল্লেখ্য, মুখের মেক আপের ক্ষেত্রে শুকনো ঠোঁট খুবই অস্বস্তিকর দিক। শুষ্ক ঠোঁটে লিপস্টিক একেবারেই বসতে চায়না। এদিকে, বারবার ঠোঁটের ছাল উঠলে সকলের সামনে নানান লজ্জাজনক পরিস্থিতিও তৈরি হয়। এই অবস্থায় ঘরোয়া কিছু উপায় অলবম্বন করলে সমস্যা মিটতে পারে। এছাড়াও সঠিক লিপবাম নির্বাচন করাও এক্ষেত্রে প্রয়োজন।
শুষ্ক ঠোঁটের সমস্যা মেটাতে কিছু উপায়-
শুষ্ক ঠোঁটের সমস্যা মেটানোর আগে জেনে নেওয়া প্রয়োজন, কোন♚ কাজগুলি না করলে এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। বিশেষজ্ঞরা বলছেন, যে সমস্ত প্রসাধনীতে কর্পূর, ইউক্যালিপটাস অয়েল, মেন্থল রয়েছে বা গন্ধযুক্ত প্রসাধনী ঠোঁটে লাগাবেন না। এছাড়াও ঠোঁটে ছাল উঠলে তা দাঁত দিয়ে টেনে তোলার চেষ্টা করবেন না। আর যে সমস্ত ঘরোয়া জিনিসগুলি ঠোঁটে লাগালে তা শুষ্কতা থেকে মুক্তি দেয়, তা হল-
- ক্যাস্টার সিড অয়েল।
-মিনারেল অয়েল।
-হেম্প সিড অয়েল।
-পেট্রোলেটাম।
-শিয়া বাটার।
-সাদা পেট্রোলিয়াম জেলি।
- অ্যালোভেরার রস লাগান ঠোঁটে।
-ঠোঁটে লাগিয়ে রাখুন মধু। ২০ থেকে ৩০ মিনিট🐼 লাগিয়ে রাখার পর তা তুলো দিয়ে তুলে ফেলুন।
-একটু নারকেল তেল মেসাজ করুন।
শুষౠ্ক ঠোঁটের সমস্যা থেকে মুক্তি পেতে বাড়িতে বানিয়ে ফেলুন এই লিপবামগুলি-
মধুর লিপবাম- গ্লিসারিন বা ভেজলিনে কয়েক ফোঁটা মধু ফেলে দিন। লাগিয়ে রাখুন সেই লিপবাম। এছাড়াও মধু, ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল,নারকেল ত♊েল মিশিয়ে বানিয়ে ফেলুন এই লিপবামগুলি।
নারকেল তেলের লিপবাম- নারকেল তেলের সঙ্গে ইউক্যালিপটাস বাদে যেকোনও এসেনশিꦑয়াল অয়েল মিশিয়ে নিন। তৈরি হবে লিপবাম। তা খুꦏবই ফলদায়ী।
চকোলেট লিপﷺবাম- ২ চামচ গলে🐭 যাওয়া চকোলেট। সঙ্গে অলিভ ওয়াক্স। ১ চামচ নারকেল তেল। ১ চামচ কোকো পাউডার। ১ চামচ জোজোবা অয়েল। এই মিশ্রণটি ব্যবহার করতে পারেন ফ্রিজে কয়েকদিন সংরক্ষণ করে।