মুখের মেক আপের গুরুত্বপূর্ণ দিক হল চোখ ও ঠোঁট। চোখের মেক আপের জন্য বহু ধরনের🌟 প্রসাধনী অনেকেই ব্যবহার করে থাকেন। সেক্ষেত্রে কাজল ও আইলাইনারের ব্যবহারের বিষয়ে অনেকেই সচেতন। তবে জানেন কি ঠোঁটের জন্যও প্রয়োজন বেশ কয়েকটি প্রসাধনীর। বিশেষজ্ঞদের মতে সঠিক প্রসাধনী ব্যবহার না করলে ঠোঁট অকালেই জেল্লা হারাতে পারে। দেখে নেওয়া যাক কিছু টিপস।
শুষ্ক আবহাওয়া, প্রবল রোদ, কিম্বা দূষণের জেরে কখনও কখনও ত্বকের জেল্লা চলে যায়। এমনকি চলে যায় ঠোঁটের উজ্জ্বলতাও। সারাক্ষণ ঠোঁটকে জলীয় রাখতে একাধিক পন্থার অবলম্বনের কথা বলছেন বিভিন্ন বিশেষজ্ঞরা। মেক আপ বিশেষজ্ঞ গগনদীপ মাক্কার এই বিষয়ে বেশ কয়েকটি টিপস দিচ্ছেন। দেখে নেওয়া যাক কোন কোন প্রসাধনীর কথা বলছেন তিনি। প🐲িরিয়ড কি ঠিক ডেট-💜এ হচ্ছে না? ঋতুস্রাব নিয়মিত রাখার সহজ ঘরোয়া উপায় জেনে নিন
লিপ স্ক্রাবার
মেক আপের আগে ঠোঁটের শুষ্কভাব যাতে চলে যায় তার দিকে খেয়াল করার কথা বলছেন মেক আপ আর্টিস্ট গগণদীপ মক্কার। তিনি বলছেন, ঠোঁটকে সুন্দর রাখতে ব্যবহার করা যেতে পারে লিপ স্ক্রাব। ত্বকের পরিচর্যায় যেভাবে স্ক্রাব কাজ করে সেভাবেই ঠোঁট সুন্দর রাখতে ঠোঁটের ডেডস্কিন তুলে দেয় এই স্ক্রাব। লিপ স্ক্রাব ঠোঁটকে নরম করতে সাহায্য করে। পিরিয়ডের রঙ দেখে কি জানা যায় মহিলাদের 😼শরীরের রোগ🦩-জটিলতা থেকে বন্ধ্যত্বের লক্ষণ?
লিপ সিরাম
ঠোঁটে জলীয়ভাব এসে গেলে তাকে আরও মসৃণ করার পালা আসে। এই অংশের জন্য চাই লিপ সিরাম। এরজন্য ভিটামিন সি জাতীয় কিছু বা সূর্যমুখীর বীজের তেল ব্যবহার করতে পারেন। এছাড়াও বাজারে পাওয়া যায় বহু ধরনের লিপ সিরাম। যা কার্যকরী ফল দিয়ে থাকে ঠোঁটে♚র জেল্লা বাড়ানোর ক্ষেত্রে।
লিপ বাম
ঠোঁটের যত্নের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যায় হল লিপ বাম। এই লিপ বাম ঠোঁটে লাগালে ঠোঁট থেকে জল বেরিয়ে যেতে দেয় না বাম। এছাড়াও রোদের তেজ থেকে ত্বককে রক্ষা করতে য꧃ে পদক্ষেপ প্রয়োজন তা দেখভাল করতে লিপ বাম প্রয়োজন। এসপিএফ ১৫ যে লিপ বামে রয়েছে, সেই লিপ বামই বা🦄জার থেকে কিনে নিন।
লিপ মাস্ক
শীতের সময়ের মেক আপে লিপ মাস্কের প্রয়োজন পড়ে বেশি। যাতে ঠোঁট বেশি শুষ্ক না হয়ে পড়ে তার জন্য প্রয়োজন এই ꦿলিপ মাস্ক। লিপ লাইনারের থেকেও লিপ মাস্কের গুরুত্বরের কথা বলছেন মেক আপ বিশেষজ্ঞরা। যদি ঠোঁটে বার্ধক্যের ছাপও আসে, তাহলেও লিপ মাস্ক তা সরিয়ে দেয়।