বিরাট বড় ভুল করে বসেছে কোম্পানি। ভালো করে 💦চেক না করেই কর্মচারীকে ৩৩০ গুণ বেশি বেতন দিয়ে বসেছে। ব্যস, টাকা ফেরত দিতে নারাজ কর্মী, নিখোঁজ।
অনেক সময় ভ𒀰ুল করেও আমরা এত বড় শান্তির খোঁজ পাই, যে কল্পনার বাইরেই থাকে সবটা। এত বড় সুখ বা শান্তি কীভাবে বজায় রাখা যায়, তাও আমরা বুঝতে পারি না। এমনই এক অদ্ভুত ঘটনা ভাইরাল হয়েছে চিলি থাকে। একটি কোম্পানি তার এক কর্মচারীকে এত বেশি বেতন দিয়েছে যে সকলেই শুনে চমকে গিয়েছে। কর্মচারীর মাসিক বেতনের চেয়ে ৩৩০ গুণ বেশি পরিমাণ তার অ্যাকাউন্টে জমা করে ফেলেছিল কোম্পানিটি।
আরও পড়ুন: (Mango Tea: চায়ে চুমুক দিলেই মিলবে আমের সুগন্ধি, উত্তরবঙ্গে তৈর꧂ি হল ম্যাঙ্গো টি, দাম কেমন?)
আসল ঘটনাটি কী ঘটেছিল
কর্মচারী তার ব্যাঙ্ক ব্যালেন্স চেক করার সময় ঘটনাটি প্রকাশ্যে আসে। তি🍰নি প্ৰথমে বুঝতেই পারেননি কীভাবে এমনটা সম্ভব হয়েছে। প্রকৃতপক্ষে, কোম্পানি তাঁকে প্রতি মাসে ৫০০,০০০ পেসোর (প্রায় ৩৪,০০০ টাকা) বেতন দিত। কিন্তু এর পরিবর্তে তাঁর꧟ অ্যাকাউন্টে ঢুকেছিল ১৬৫,৩৯৮,৮৫১ পেসো, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১,১৩,০০,০০০ টাকা।
আরও পড়ুন: (Bengal Historic Boat: বাংলার ꦓহারিয়ে যেতে বসা ডিঙি নৌকা স্থান পাবে গুজরাটের মিউজিয়ামে, সহযোগিতায় ব্রিটেন)
কোম্পানির পক্ষ🐭 থেকে অর্থ প্রদানে অনিয়মের কারণে এই ভুল হয়েছে বলে জানানো হয়েছিল। এ ভুলের কথা কর্মচারী জানতে পারলে তিনি তাঁর সিনিয়রকে বিষয়টি জানিয়েছিলেন। কোম্পানিও নিজের ভুল 🦩বুঝে কর্মচারীকে পরের দিন ব্যাঙ্কে গিয়ে অতিরিক্ত টাকা ফেরত দিতে বলেছিল।
আরও পড়ুন: (National Refreshment Day 2024: আজ পಞানীয় উপভোগ করার দিন𓃲, রাশি মিলিয়ে দেখুন, কোন পানীয় আপনার জন্য পারফেক্ট)
কিন্তু, আসল ঘটনা এখান থেকেই শুরু। কর্মচারী পরের দিন ব্যাঙ্কে যাওয়ার প্রতিশ🐼্রুতি দিলেও তিনি নিখোঁজ হয়ে গিয়েছেন। ব্যাঙ্কে এত যাননি। কোম্পানি এদিকে কর্মীর সঙ্গে যোগাযোগ করতে না পারে, তা নিশ্চিত করার জন্য এক আইনজীবীর মাধ্যমে কোম্পানি থেকে পদত্যাগ করেছেন বলেও জানা গিয়েছে।
বাধ্য হয়েই, ওই কর্মীকে দেওয়া অতিরিক্ত অর্থ ফেরত পেতে, তাঁর বিরুদ্ধ👍ে আইনি ব্যবস্থা নিয়েছে প্রতিষ্ঠানটি। কিন্তু এখনও পর্যনꦡ্ত চিলির পুলিশ তাঁকে খুঁজে পায়নি। এত টাকা নিয়ে ওই কর্মচারী কোথায় নিখোঁজ হলেন তা এখনও রহস্য।