ভারতে প্রতি বছর সংবিধান দিব🐈স পালন করা হয় ২৬ নভেম্বর। ১৯৪৯ সালে ঠিক এই দিনেই ভারতের সংসদে ভারতের সংবিধান গৃহীত হয়। সেই সংবিধান ১৯৫০ সালের ২৬ জানুয়ারি থেকে কার্যকরা করা হয়েছিল। তাই এই দিনটি ভারতের ইতিহাসไে বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রসঙ্গত, তখন থেকেই সংবিধান দিবস পালন করা হত, তেমনটা নয়। ২০১৫ সালের ১১ অক্টোবর এই দিনটিকে সংবিধান দিবস বলে ঘোষণা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই দিনটিকে জাতীয় আইন দিবস হিসেবেও পালন করা হয়।
(আরও পড়ুন: তেঁতুলের ‘গুপ্তধন’ শীতেই বেশ♈ি কাজে লাগে! জেনে নিন কেন এখন এই 💟ফল খাবেন)
ভারতের মতো গণতন্ত্রে সংবিধানের আলাদা গুরুত্ব রয়েছে। সংবিধান মানুষ মৌলিক অধিকাগুলি🅰কে চিহ্নিত করেছে। তাই সংবিধানের প্রতি বিশ্বাস ও আস্থা থাকা বিশেষভাবে জরুরি। ২৬ নভেম্বর দিনটির গুরুত্ প্রিয়জনদের জানান শুভেচ্ছা মারফত। সংবিধান দিবসের শুভাচ্ছাবার্তা পাঠিয়ে দিন তাঁদের।
- সংবিধান দিবসের অসংখ্য শুভেচ্ছা জানাই তোমাকে। ভারতের সংবিধান ভারতের গর্ব।
- ভারতের সংবিধান দেশের শ্রেষ্ঠতম কীর্তি। সেই সংবিধান গৃহীত হয়েছিল ২৬ নভেম্বর। সংবিধান দিবসের অসংখ্য শুভেচ্ছা রইল তোমার প্রতি।
- শুভ সংবিধান দিবস। ১৯৪৯ সালে ২৬ নভেম্বর স্বাধীন ভারতের সংবিধান তৈরি হয়। দিনটির শুভেচ্ছা জানাই তোমাকে।
- শুভ সংবিধান দিবসের অসংখ্য শুভেচ্ছা জানাই। এই দিনটি ভারতের ইতিহাসে অন্যতম উজ্জ্বল দিন। প্রতিটি নাগরিকের এই দিনটি মনে রাখা উচিত।
(আরও পড়ুন: অল্পতেই মাথা🌺 গরম, তুমুল চোটপাট! ঘন ঘন রাগ চড়ে যায় এই ৫ ♌রাশির)