ফেসবুকে কত কিছুই না দেখতে পাওয়া যায়। তব🧸ে খেয়াল করলে দেখবেন ফেসবুকে যে সমস্ত ভিডিয়🧜ো দেখা যায় তার মধ্যে বেশিরভাগ থাকে পোষ্য প্রাণী, বিশেষ করে কুকুরদের নিয়ে করা ভিডিয়ো। তবে এবার এমন একটি রোবট কুকুরের ভিডিয়ো ভাইরাল হল, যা দেখে রীতিমতো ভয় পেয়ে যাবেন আপনি।
সম্প্রতি আমেরিকান ইউটিউবার এবং অনলাইন স্ট্রিমার IShowSpeed তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার ক🅠রেছেন। তিনি এক🦹টি রোবট কুকুর কিনেছেন যার দাম প্রায় ৮৪ লাখ টাকা। এই কুকুরটি নিয়ে লাইভ স্ট্রিমিং করার সময় ঘটে যায় একটি অপ্রত্যাশিত ঘটনা।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক ব্যক্তি তাঁর রোবট কুকুরকে ট্রেনিং দিচ্ছেন। কুকুরটিকে প্রথমে আদর করে বসতে নির্দেশ দেওয়া হলে🅰 সেই কুকুরটি তেমনভাবেই বসে। এরপর কুকুরটিকে আদর করে হ্যান্ডশেক করতে বলায় একেবারে আসল কুকুরে🌼র মত সেও হ্যান্ডশেক করে মালিকের সঙ্গে।
(আরও পড়ুন:ไ এবার পুজোয় পুরুষ এবং মহিলাদের কোন হেয়ারকাট ট্রেন্ডিং? জেনে নিন ঝটপট)
এত অব্দি ঠিক ছিল কিন্তু তারপরেই যখন ওই ব্যক্তি একটু দূরে সরে গিয়ে ব্যাক ফ্লিপ করে তখন হঠাৎ করেই রোবট কুকুটি এগিয়ে আসে এবং তার মুখ দিয়ে বের হতে থাকে আগুন। আগুন দেখে ওই ব্যক্তি ভয় প🐈েয়ে যান এবং পাশে থাকা সুইমিংপুলে নেমে যান। কিন্তু তাতেও রক্ষা হয় না। ওই ব্যক্তি যেদিকে যায় সেদিকেই ওই রোবট কুকুর দৌড়ে যায়।
ভিডিয়োর শেষে দেখা যায়, অনেক কষ্টে কুকুরটিকে আটকানো গেলেও কুকুরটির মুখ দিয়ে আগুন বেরতেই থাকে। ইতিমধ্যেই𓃲 এই ভিডিওটি ৪৫ মিলিয়নের বেশি মানুষ দে𓄧খে ফেলেছেন। ভিডিয়োটি দেখে কমেন্ট করেছেন লক্ষাধিক মানুষ।
একজন ব্যবহারকারী কমেন্ট করে লিখেছেন, ‘আমি প্রথমে ভালো ভেবেছিলাম কিন্তু সবশেষে যা দেখলাম এটি একেবারেই ভালো নয়।’ আবার অন্য একজন লিখেছেন, ‘আপনি জার্মানিতে এই কুকুরটি ৭ থেকে ৮ হাজার টাকার বিনিময়🐬 কিনতে পারতেন।’
(আরও পড়ুন: অনুদানের টাকায় সে𝔉ফটি কিট ও সিসিটিভি, RG Kar কাণ্ডে বড় পদক্ষেপ পুজো কমিটিগুলির)
অন্য একজন নেটিজেন লিখেছেন, ‘এটি অত🍸্যন্ত ভয়ংকর।’ আবার একজন লিখেছেন, ‘এটিকে কুকুর না বলে ড্রাগন বলাই ভালো।’ প্রসঙ্গত, গত মাসে এই ইউটিউবার রাস্তার মাঝখানে দুটি বিলাসবহুল গাড়ির ওপর থেকে লাফ মেরে খবরের শিরোনামে এসেছিলেন। এবার ভাইরাল এই কুকুরটিকে নিয়ে ফের আরও ꦬএকবার খবরের শিরোনাম ছিনিয়ে নিলেন এই ইউটিউবার।