ভারতে আবার বাড়ছে করোনা সংক্রমণ। করোনার চতুর্থ ঢেউয়ের মুখে দাঁড়িয়ে ভারত। এণনই মনে করছেন অনেকে। এই অবস্থায় কীভাবে সাবধান হওয়া যায়, তা নিয়ে রীতিমতো চিন্তায় সব মহল। কেন্দ্রের তরফে সাবধান করা হয়েছে ভারতের বেশ কিছ💞ু রাজ্যকে।
দিল্লি, হরিয়ানা, মহারাষ্ট্র, উত্তর প্রদেশ এবং মিজোরমে আবার বাড়ছে করোনা সংক্রমণের হার। মনে করা হচ্ছে, এর পিছনে রয়েছে XE Variant-এর ভূমিকা। আর তাই ন꧟তুন নতুন পদক্ষেপ গ্রহণের কথা বলা হচ্ছে সরকারের তরফে।
এই কারণেই আবার বাধ্যতামূলক করা হচ্ছে মাস্ক। 𒁏বুধবার দিল্লিতে জানিয়ে দেওয়া হল এই কথা। বলা হল, আবার মাস্ক পরতেই হবে। শুধু প্রাপ্তবয়স্কদেরই নয়, শিশু, কিশোর-কিশোরীদেরও মাস্ক পরা বাধ্যতামূলক করা হল দিল্লিতে।
এভাবেই আপা🐼তত চতুর্থ ঢেউ আটকানোর কথা ভাবছে সরকার। তা🀅র সঙ্গে জোর দেওয়া হচ্ছে টিকাকরণেও।
তবে এর মধ্যে একটি প্রশ্ন উঠেছে। স্কুল কি🔯 আবার বন্ধ হবে?
এখনই তার কোনও আশঙ্কা নেই। এমনই বলা হয়েছে। স্কুল খোলাই থাকবে। ক্লাসও ﷺহবে নিয়ম করে। আগামী সময়ে পরিস্থিতি বিচার করে এই বিষয়ে সꦍিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানানো হয়েছে সরকারের তরফে। তবে রাস্তায় বেরোতে গেলে তো বটেই স্কুল পড়ুয়াদের স্কুলেও পরে থাকতে হবে মাস্ক। সে কথা বলে দেওয়া হয়েছে বিবৃতিতে।