বিয়ের সঙ্গে অনেক আশা ভরসা জড়িয়ে থাকে দুজন মানুষের। সঙ্গীকে ভালোবেসে এক নতুন পথ চলা শুরু হয় বিয়ের মাধ্যমে। তবে বিচ্ছেদের কথা ভেবে𝄹 কেউ বিয়ে করেন না। তারপরেও অনেক সময় নানারকম জটিল পরিস্থিতি তৈরি হয়। এই পরিস্থিতির কারণে সঙ্গীর সঙ্গে দূরত্ব বাড়তে থাকে। নানা কারণে পরিস্থিতি অসহ্য হয়ে উঠলে বিচ্ছেদের কথা ওঠে। একে অপরের সঙ্গে আর থাকা যাচ্ছে না, এমন অসহ্য অবস্থা থেকেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে বাধ্য হয় দুজন। তবে বিচ্ছেদের পিছনে শুধু একটি কারণ থাকে তা নয়।
আরও পড়ুন: বর বউয়েরও রয়েছে নানা রকমফের, আপনি কোন দলে জানেন কি
আরও পড়ুন: ‘সেক্স না করে আর থাকতে পারছি না, বিরক্ত লাগছে’, জেলারের কাছে আবদার পর্ন তারকার
একটি ডিভোর্সের সঙ্গে নানা কারণ জড়িয়ে থাღকতে পারে। তেমন কারণগুলির কথাই জানাচ্ছেন মনোবিদ চাঁদ💝নি টাগনেইট। তাঁর কথায়, ‘প্রতিটি বিয়ে যেমন অদ্বিতীয়, প্রতিটি বিচ্ছেদও তেমনই। বিচ্ছেদের কথা ভেবে কেউই বিয়ে করেন না। তবে প্রতি বছর হাজার হাজার দম্পতি বিবাহবিচ্ছেদ করেন।’ মনোবিদের মতে এর পিছনে মূলত পাঁচটি কারণ রয়েছে।
১. যোগাযোগ কমে যাওয়া: সঙ্গীর সঙ্গে কথা বলা কমে যাওয়া সম্পর্কের ভাঙনের বড় কারণ। একটা ভালো পরিবেশে সঙ্গীর সঙ𓆉্গে কথা বলা না গেলে, তার সঙ্গে থাকাও মুশকিল।
২. অবিশ্বাস: সম্পর্ক মজবুত করতে সাহায্য করে বিশ্বাস। সেই বিশ্বাসেই যদি চিড় ধরে যায়, তবে অবিশ্বাস বাসা বাঁধতে থকে। ধীরে ধীরে সেটাই যেཧন বড় হয়ে দাঁড়ায়༒। অবিশ্বাস থেকে সম্পর্কে ভাঙন ধরে।
আরও পড়ুন: ঘুমোনোর সময় নাক ডাকছেন? অ্যাডনয়েডাইটিস নয় তো? কেন এই রোগ হতে পারে জানেন
আরও পড়ুন: বাড়ি থেকে আজই দূর করুন এই ৭ জিনিস, বাস্তুমতে ঘোর অমঙ্গল ডেকে আনে এগুলি
৩. আর্থিক সমস্যা: ভারতে আর্থিক সমস্যা একটা বড় সমস্ꦏযা। স্বামী স্ত্রীর সম্পর্কেও অনেক সময় টাকা নিয়ে ঝামেলা লাগে। আর এ🉐ই বিবাদের জের গড়ায় অনেক দূর।
৪. সম্পর্কে বাঁধুনি দুꦐর্বল: নিয়মিত পরস্পরের সঙ্💦গে সময় কাটানো হয় না। দুজন দুজনের মতো কাজে ব্যস্ত থাকেন। এর থেকেও বিচ্ছেদের সিদ্ধান্ত নেন অনেকে।
৫. গা💛র্হস্থ্য হিংসা: ভারতের অনেক মেয়েরাই বিয়ের পর গাহর্স্থ্য হিংসার শিকার হন। ⭕নানা কারণে স্বামীর হাতে লাঞ্ছনা সহ্য করতে হয়। এই গাহর্স্থ্য হিংসাও বিচ্ছেদের বড় কারণ।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক