বর্ষাকালে চুল পড়া অনেকের কাছেই চিন্তার বিষয়। এই সময় চুলের গোড়ায় খুশকি, ফাঙ্গাল ইনফেকশনের মতো বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়। আর এর মূল কারণ কারণ হল স্যাঁতস্যাঁতে পরিবেশে বা বৃষ্টিতে ভিজে বা মাথা ঘেমে গিয়ে সঠিক ভা♔বে চুল শুকানোর না হওয়া। চুলের গোড়া ঠিক ভাবে না শুকনো না হওয়ার জন্য অনেক সময় খুশকি বা ফাঙ্গাল ইনফে🍌কশন দেখা দেয় আর এর থেকেই পড়তে শুরু করে চুল।
বিশেজ্ঞদের মতে বর্ষাকালে পরিবেশে আর্দ্রতা বেশি থাকার কারণে স্ক্যাল্প তৈলাক্ত হয়ে পড়ে, যা চুল ভেঙে যাওয়ার কারণ হয়ে দাঁড়ায়। আর্দ্রতার কারণে চুলের গোড়ায় খুশকি ও ব্যাকটেরিয়ার বৃদ্ধি বেশি হয়। এছাড়া আরও অনেক বিষয় রয়েছে যার কারণে চুল পড়তে পারে। যেমন পাকস্থলীর সমস্যা বা পুষ্টির ঘাটতির ইত্যা💃দি। এর পাশাপাশি আপনার কিছু ভুল অভ্যাসও চুল পড়ার গতি ও পরিমাণকে আরও বাড়িয়ে দিতে পারে। তাই বর্ষায় ভুলেও এইসব কাজ করবেন না।
আরও পড়ুন: মুড়ি বা ভা🐼তের সাথে রোজ খাচ্ছেন আচারের তেল, উপকার হচ্ছে নাকি অপকার
বৃষ্টিতে ভেজা এড়িয়ে চলতে হবে, বিশেষ করে মরশু𓂃মের প্রথম বৃষ্টি। আর যদি কোনও কারণে ভিজে যান তাহলে বাড়িতে এসে আগে স্নান করুন। কারণ, আগেরকার সময় বৃষ্টির জল আমাদের জন্য খুবই ভালো মনে করা হলেও, বর্তমানে দূষণ এত বৃদ্ধি পেয়েছে যে বৃষ্টির জলের উপকারিতা হ্রাস পেয়েছে। তাই বৃষ্টিতে কোনও কারণে ভিজে গেলে স্নান করা জরুরি। এতে চুলের ব্যাপক ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া যায়।
আরও পড়ুন: স্বর্ণ মন্দিরে🍌র সামনে যোগাসন করতে গিয়ে বিপাকে অর্চনা, পেলেন হুমকিও
বর্ষা কালে মারাত্মক ভাবে খুশকির সমস্যা দেখা দেয়। তাই এই সময় চুলকে খুশকি থেকে রক্ষা করুন।🧜 চুল যাতে কোনও ভাবে অপরিষ্কার না থাকে বা চুলের গোড়ায় যাতে ময়লা না জমে সেদিকে খেয়াল রাখুন। বর্ষায় ব্যাকটেরিয়ায় সংক্রমণ বেড়ে যায়। তাই চুল প্রতিদিন পরিষ্কার জল দিয়ে ধোয়া উচিত। পাশাপাশি প্রতিদিন চিরুনি দিয়ে নিয়ম করে দু'বার চুল আঁচড়াতে হবে। যদি হেলমেট ব্যবহার করেন তবে প্রথমেই মাথায় একটি সুতির রুমাল বেঁধে, তারপর হেলমেট পরতে হবে।
বর্ষায় চুল নিয়ে নতুন এক্সপেরিমেন্ট করলেও চুলের ক্ষতি হতে পারে। সারা বছর অনেকেই চুল নিয়ে নতুন এক্সপেরিমেন্ট ক🐽রেন। যেখানে তাঁরা বিভিন্ন পণ্য ও চুলের রং ব্যবহার করেন। বর্ষাক🦹ালে এই ধরনের পণ্য চুলের জন্য খুবই ক্ষতিকারক হতে পারে।
ঘামের কারণেও চুল পড়ে যায়। তাই ঘাম জমতে দেওয়া যাবে না চুলের গোড়ায়। অনেকের মাথা খুব ঘেমে যায়। এর ফল🐟ে চুলে গোড়া আর্দ্র থাকে সেখান থেকে ফাঙ্গাল ইনফেকশন হয়। তাই টিস্যু পেপার দিয়ে ঘন ঘন ঘাম পরিষ্কার করুন। এ ছাড়া চুল ভেজালে, সেই ভেজা চুল সঙ্গে সঙ্গে বাঁধবেন না, ভালো করে শুকিয়ে তারপর বাঁধুন।