পুজোয় (Durga ꧒Puja 2024) সঙ্গে কিছুদিন থাকুক আর না থাকুক ছাতাকে রাখতেই হবে বেস্ট ফ্রেন্ড করে। হঠাৎ করে ঝমঝমিয়ে বৃষ্টি হলে রাস্তায় হয়ে যাবে সমস্যা। তাই সবসময় আগেভাগেই ছাতাকে রাখতে হবে ব্যাগে। কিন্তু ধরুন ছাতা নিয়ে য🍃েতে ভুলে গেছেন না বৃষ্টিতে হয়ে গেছেন কাকভেজা। বিন্দুমাত্র দ্বিধাগ্রস্ত না হয়ে সবার আগে করতে হবে এই কাজগুলি (Durga Puja 2024 Health Tips)।
প্রথম টিপস: যত দ্রুত সম্ভব বাড়ি ফিরে আসতে হবে। বাড়িতে এসেই জা♌মা কাপড় ছেড়ে শুকনো জামা কাপড় পরতে হবে।
দ্বিতীয় টিপস: যদি বৃষ্টﷺিতে ভিজে যান তাহলে বাড়ি ফিরেই ভালো করে স্নান করে নেবেন হালকা গরম জলে। মাথায় বৃষ্টির জল পরলে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় তাই ভালো করে স্নান করলে সেই সমস্যা আর হয় না।
(আরও পড়ুন: 🍃৫০ হাজার 'সোনার দানা' দিয়ে তৈরি হল দুর্গা প্রতিমা! বাংলাদেশের এই পুজোয় বড় চমক)
তৃতীয় টিপস: বৃষ্টিতে ভিজে বাড়ি ফেরা মানে হাতে 💎পায়ে নোংরা, লেগে যাওয়া। এই নোংরা থেকেই হতে পারে শারীরিক অসুস্থতা। তাই সংক্রমণ যাতে না ছড়ায় তাই ফিরে এসেই আগে হাত-পা ভালো করে সাবান দিয়ে পরিষ্কার কর🍷ে নিতে হবে।
চতুর্থ টিপস: যদি অনেকক্ষণ বৃষ্টিতে ভিজে যান তাহলে বাড়ি ফিরে জামা কাপড় ছেড়ে গরম গরম কিছু খাবার খাবেন। চা কফি না হলেও গরম গরম ম্যাগি বা স্যুপ খেতে পারে💟ন।
পঞ্চম টিপস: বৃষ্টি বাদল⛎ার দিনে নিজেকে সুস💝্থ রাখার জন্য প্রত্যেকদিন পাতিলেবুর রস খেতে পারেন। যদি বৃষ্টিতে নাও ভিজে যান সে ক্ষেত্রেও নিজেকে ঠান্ডা হাত থেকে বাঁচানোর জন্য এটি করতে পারেন আপনি।
(আরও পড়ুন: কৃষ্ণনগর রাজবাড়িতে দুর্গা পܫুজো শুরু হয় মায়ের এক স্বপ্না🔯দেশেই, কী বলেছিলেন দেবী?)
ষষ্ঠ টিপস: যদি দূরে কোথাও ঘুরতে যান ব꧟া কারোর বাড়িতে পুজো দেখতে যান এবং বৃষ্টিতে ভিজে যান রাস্তায়, সেক্ষেত্রে সঙ্গে করে এক সেট জামা কাপড় নিয়ে যাবেন। দূরে বাড়ি হলে তো চট করে বাড়ি ফিরতে পারবে📖ন না তাই যেখানে যাবেন সেখানেই জামাকাপড় ছেড়ে নেবেন।,