ꦬপুজো মানেই একরাশ আনন্দ আর চারটে দিন শুধু আনন্দে ভেসে চলা। এবার সেই আনন্দে সামিল হল ৩০ জন ছোট ‘দুর্গা’। দুই স্বেচ্ছাসেবী সংস্থার সাহায্যে উডসল্যান্ড হাসপাতাল ও হোপ কলকাতা ফাউন্ডেশন এই বিশেষ উদ্যোগ নিয়েছে। স্বেচ্ছাসেবী সংস্থার ৩০ জন ছোট দুর্গাকে এই বছর দ্বিতীয়াতে পুজো প্যান্ডেল ঘুরিয়ে দেখানোর সিদ্ধান্ত নেয় তারা। যেই প্যান্ডেল হপিংয়ের নাম ‘খুদেদের পুজো সফর’।
ꦅপ্রসঙ্গত, উডসল্যান্ডের তরফে এই দিন হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও রূপক বড়ুয়া সংস্থা দুটিকে নিয়মিত স্বাস্থ্য পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি জানান। অন্যদিকে ছোট ছোট দুর্গারাও ধন্যবাদস্বরূপ একটি থ্যাঙ্কিউ কার্ড তুলে দেন রূপক বড়ুয়ার হাতে।
💛দ্বিতীয়ার দিন বাসে করে শুরু হয় তাদের প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দর্শন। হাসপাতাল চত্ত্বর থেকেই শুরু হয় যাত্রা। বাসের মধ্যে বিনোদনের জন্য নাচগানের আয়োজনও করা হয়েছিল। ‘কমলা সুন্দরী নাচে’ থেকে ‘শিবঠাকুরের গলায় দোলে’ গানের তালে পা মিলিয়েছে প্রত্যেকেই। আনন্দ উদযাপনের মধ্যে দিয়ে চলেছে একের পর এক মণ্ডপ দর্শন। প্রথমে ত্রিধারা মণ্ডপ দিয়ে শুরু হয় তাদের ঠাকুর দেখা। অঙ্গন থিমের উপর নির্মাণ করা হয়েছে এই পুজো। বারো ফুটের একটি দুর্গা প্রতিমাও এই দিন উদ্বোধন করে খুদে দুর্গারা। ডার্ক চকোলেট দিয়ে তৈরি এই বারো ফিটের দুর্গা প্রতিমা উদ্বোধন করা হয় নিউটাউনের হলিডে ইনে। উদ্বোধনের সময় তাদের আনন্দ উচ্ছ্বাস ছিল বাঁধ ভাঙা।
🥀ঠাকুর দেখা শেষ হয় আহিরীটোলা সর্বজনীনের পুজো মণ্ডপ দিয়ে। পুরনো কলকাতা ঠিক কেমন ছিল সেই ছবি এবার টাইম ট্রাভেলের মাধ্যমে তুলে ধরেছে আহিরীটোলা সর্বজনীন। পুরনো কলকাতার সেই দৃশ্যই বিস্মিত করেছে শিশুদের।