দেখতে দেখতে প্রায় এক বছর কেটে গেল আর মা দুর্গার বাপের বাড়ি আসার সময়ও হয়ে গেল। এটি শুধুমাত্র বাঙালির শ্রেষ্ঠ উৎসব তা কিন্তু নয়, এটি হলো এমন একটি মিলন উৎসব যেখানে জাতি ধর্ম নির্বিশেষে সকলেই😼 মেতে ওঠে আনন্দের কলতানে। আজ এই প্রতিবেদনে আপনি জানবেন বাংলার প্রথম দুর্গাপ꧒ূজা সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য।
এখন বিভিন্ন জায়গায় বারওয়ারি এবং থিম পুজোর রমরমা চলে। কিন্তু দুর্গা পুজোর যে আদিরূপ তা কিন্তু অ🤡নেকেরই এখন মনে নেই। দুর্গাপূজার সঙ্গে জড়িয়ে রয়েছে বহু শতকের অনেক ইতিহাস। কেন মা প্রতিবছর মর্ত্যে আসেন, কেন এই উৎসব পালন করা হয় সেটাই জানা হবে আজ এই প্রতিবেদনে।
আরও পড়ুন: (সাদামাটা পদ ছেড়ে পুজোয় বানিয়ে ফেলুন চিকেন মালাইকারি, দেখে ✱নিন রেসিপি)
আরও পড়ুন: (হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদে চুলের দফারফা 𝕴? পুজোর আগে ‘ম্যানেজ’ করুন এভাবে)
পুরান অনুযায়ী, বসন্তকাল দেবী দুর্গার আরাধনার আসল সময়। কিন্তু রাবণকে বধ করার জন্য রামচন্দ্র অকালবোধন করেছিলেন দেবীর। রামচন্দ্র যে দেবী দুর্গাকে বরণ করেছিলেন তার দশটি হাত ছিল এবং মহিষাসুরকে তিনি বধ করছিলেন। তাই আমরা যে উৎসবকে দুর্গাপুজো বলে মনে করি সဣেটি কিন্তু আসলে অকালবোধন। আ🐼সল যে দুর্গাপুজো, সেটি কিন্তু হয় বসন্তকালে অর্থাৎ বাসন্তী পূজা টাই হচ্ছে দুর্গাপুজো।
তবে দুর্গাপুজোর সূচনা কবে কোথায় হয়েছিল তা এখনো নিশ্চিত করে জানা যায়নি। বাংলাদেশের ধনী বাড়ি গুলিতে সম্ভবত মোগল আমল থেকেই দুর্গাপুজোর সূচনা ঘটে গেছিল। ১৫০০ শতকের প্রথম দিকে মালদার জমিদার বাড়িগুলিতে প্রথম এই পুজো শুর⛦ু হয়েছিল বলে মনে করা হয়। দেবীর স্বপ্নাদেশ পেয়ে এই পুজো শুরু করেছিলেন মালদার জমিদার।
আরও পড়ুন: (পুজোর আগে মুখে ব্রণ? রেহাই পেতে এই ঘরোয়া টোটকাไই যথেষ্ট)
তবে বারোয়ারি একটি ইতিহাস রয়েছে। ১২ জন বন্ধু মিলে প্রথমবার এই পূজা করেছিল বলে এই নাম হয়েছে বলে মনে করা হয়।। ১৭৯০ সালে๊ ১২ জন মিলে প্রথমেই পূজো শুরু করেছিলেন গুপ্তিপাড়ায়, তখন এই পূজাটিকে বলা হতো বারো পল পুজো।
কলকাতার প্রথম দুর্গা পূজা করেছিলেন কাশিমবাজারের রাজা হরিনাথ। কলকাতায় তখন একাধিক জমিদার বাড়িতে দুর্গাপুজো পালন করা হতো। নবকৃষ্ণ দেবের বাড়িতে তখনকার দিনে দুর্গা🐓পূজার যা খরচে তো তাতে একটি পুজো একটি গ্র্যান্ড ফিস্টে পরিণত হয়ে গিয়েছিল। তবে কলকাতায় প্রথম বারোয়ারি পূজো শুরু হয়েছিল ১৯১০ সালে। বাগবাজারের সনাতন ধর্মতাহিনী সভা এই পুজো শুরু করেছিলেন যার সঙ্গ দিয়েছিলেন সকলে। তারপর থেক💮েই গোটা বাংলা জুড়ে আস্তে আস্তে শুরু হয়ে যায় দুর্গাপুজোর মরশুম।