বিরল ঘটনার সাক্ষী থাকল না এবারের ইদ। রবিবার চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবের সঙ্গে আগামিকাল ইদ উদযাপন করবে না ভারত। আগামী মঙ্গলবার (৩ মে) ভারতে ইদ পা꧒লন করা হবে। অর্থাৎ সেদিন হবে হিজরি সনের দশম মাসের ('শাওয়াল') প্রথম দিন। যে 'শাওয়াল' কথার অর্থ হল 'উপবাস ভঙ্গের উৎসব'।
ভারতের বিভিন্ন প্রান্তে পবিত্র রমজানের সেহরির সময়
- দার্জিলিং: রাত ৩ টে ৩৩ মিনিট।
- শিলিগুড়ি: রাত ৩ টে ৩৩ মিনিট।
- ইসলামপুর: রাত ৩ টে ৩৫ মিনিট।
- মালদহ: রাত ৩ টে ৩৮ মিনিট।
- কাঁথি: রাত ৩ টে ৪৭ মিনিট।
- দুর্গাপুর: রাত ৩ টে ৪৫ মিনিট।
- বর্ধমান: রাত ৩ টে ৪৩ মিনিট।
- নদিয়া: রাত ৩ টে ৪১ মিনিট।
- হাওড়া: রাত ৩ টে ৪৩ মিনিট।
- ডায়মন্ড হারবার: রাত ৩ টে ৪৪ মিনিট।
- বারাসত: রাত ৩ টে ৪২ মিনিট।
- বসিরহাট: রাত ৩ টে ৪১ মিনিট।
- দমদম: রাত ৩ টে ৪৩ মিনিট।
- কলকাতা: রাত ৩ টে ৪৩ মিনিট।
- আগরতলা (ত্রিপুরা): রাত ৩ টে ২৯ মিনিট।
- গুয়াহাটি (অসম): রাত ৩ টে ২১ মিনিট।
- ঢাকা (বাংলাদেশ): ভোর ৪ টে ২ মিনিট।
ভারতের বিভিন্ন প্রান্তে পবিত্র রমজানের ইফতারের সময়
- দার্জিলিং: সন্ধ্যা ৬ টা ১১ মিনিট।
- শিলিগুড়ি: সন্ধ্যা ৬ টা ১০ মিনিট।
- ইসলামপুর: সন্ধ্যা ৬ টা ১০ মিনিট।
- মালদহ: সন্ধ্যা ৬ টা ৯ মিনিট।
- কাঁথি: সন্ধ্যা ৬ টা ৬ মিনিট।
- দুর্গাপুর: সন্ধ্যা ৬ টা ১০ মিনিট।
- বর্ধমান: সন্ধ্যা ৬ টা ৮ মিনিট।
- নদিয়া: সন্ধ্যা ৬ টা ৬ মিনিট।
- হাওড়া: সন্ধ্যা ৬ টা ৫ মিনিট।
- ডায়মন্ড হারবার: সন্ধ্যা ৬ টা ৫ মিনিট।
- বারাসত: সন্ধ্যা ৬ টা ৫ মিনিট।
- বসিরহাট: বিকেল ৬ টা ৩ মিনিট।
- দমদম: সন্ধ্যা ৬ টা ৫ মিনিট।
- কলকাতা: সন্ধ্যা ৬ টা ৫ মিনিট।
- আগরতলা (ত্রিপুরা): বিকেল ৫ টা ৫৫ মিনিট।
- গুয়াহাটি (অসম): বিকেল ৫ টা ৫৬ মিনিট।
- ঢাকা (বাংলাদেশ): সন্ধ্যা ৬ টা ২৮ মিনিট।
বাংলাদেশে ইদ
রবিবার দেখা গেল না শাওয়ালের চাঁদ। তাই সোমবার বাংলাদেশে ইদ উদযাপন করা হবে না। আগামী মঙ্গলবার (৩ মে) ইদ মেতে উঠবে বাংলাদেশ। এমনটাই জানালেন বাংলাদেশের ধর্ম বিষয়ক রাষ্ট্রমন্ত্রী ফরিদুল হক খান দুলাল। রবিবার সাংবাদিক বৈঠকে ফরিদুল জানান, আজ বাংলাদেশের কোথাও চাঁদ দেখা যায়নি। তেমন কোনও খবর আসে💎নি। তাই আগামিকাল (সোমবার, ২ মে) পবিত্র রমজান মা🔯সের ৩০ দিন পূর্ণ হবে। মঙ্গলবার উদযাপিত হবে ইদ।