ফ্লাইটে বসে খিদে🧜 পেয়ে গিয়েছিল। খাবারের ঢাকনা খুলতেই লাফিয়ে বেরিয়ে এল আস্ত একটা জীবন্ত ইঁদুর। দেখে চক্ষু চড়কগাছ যাত্রীর। ভারতীয় রেলওয়েকে নামে অভিযোগ আসতে আসতে, প্রায়ꦍ সারা বিশ্বেই ছেয়ে গিয়েছে এই খাবারে ইঁদুর পড়ার সমস্যা।
নরওয়ের ওসলো থেকে স্পেনের মালাগা যাওয়ার সময় স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটের ঘটনা এটি। এꦑই আশ্চ💜র্যজনক আবিষ্কারের পর কোপেনহেগেনে জরুরি ল্যান্ডিং করতে হয়েছিল বিমানটিকে।
ঠিক কী ঘটেছিল
এদিন, বোর্ডে থাকাকালীন চলন্ত ফ্লাইটে, যাত্রীর খাবারের পাত্র থেকে ইঁদুর বেরিয়ে আসতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রী। নাম তাঁর জার্লে বোরেস্টাড। এই সময় তাঁর মনের অবস্থাটা ঠিক কী হয়েছিল, সে অভিজ্ঞতাটি তিনি অনলাইনে শেয়ার করে নিয়েছেন। বলেছেন যে অস্বাভাবিক পরিস্💦থিতি সত্ত্বেও বোর্ডে থাকা সবাই আশ্চর্যজনকভাবে শান্ত ছিলেন। এমনকি ইঁ𒐪দুরটি তাঁর গায়ের উপর দিয়ে যাতে যেতে না পারে, ইঁদুরটিকে আটকানোর জন্য রীতিমত হিমশিম খেতে হয়েছিল।
কী কারণে এত বড় ভুল
স্বাভাবিকভাবেই, এই অদ্ভুত ঘটনা কীভা🐼বে ঘটতে পারে তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের সমস্যাগুলি প্রতিরোধ করার জন্য সাধারণত কঠোর নিয়ম রয়েছে৷ তিনি বলেছেন, স্বাস্থ্যবিধি মেনেই খাবার তৈরি করা উচিত। এমনকি যাতে যথার্থ ভাবে যাতে প্রতিটি কাজ পরিচালনা করা যায় তা নিশ্চিত করার জন্য একজন করে সুপারভাইজার থাকা উচিত। তাদের মতে মূলত দু' টি কারণে এই ভুল হলেও হতে পারে। হয় রান্নাঘরে খাবার তৈরির সময় বা বিমানে খাবার পরিবহনের সময় অসাবধানতার কারণে ইঁদুর ঢুকে পড়েছে। যদি স্বাস্থ্যবিধিগুলো যত্ন সহকারে অনুসরণ﷽ না করা হয়, তবে এই অস্বাস্থ্যকর পরিস্থিতি আরও বাড়বে বলে দাবি তাঁর।
আরও পড়ুন: (Lakshmi Puja 2024: কেন বাহন হিসেবে প্যাঁচাকেই বেছ🧸ে নিয়েছিলেন মা লক্ষ্মী? নেপথ্যে এই কাহিনি)
এয়ারলাইন্সের প্রতিক্রিয়া
এই ঘটনাটিকে খুবই অস্বাভাবিক বলেছে এয়ারলাইন্স। তাদের দাবি, যাত্রী নিরাপত্তায় অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ভবিষ্যতের সমস্যা এড়াতে গুর✤ুত্বপূর্ণ পদক্ষেপ করা হবে।
খাবারে ইঁদুর পড়লে কোন বিপদ উপেক্ষা করা যায় না
ইঁদুর সাধারণত অনেক ক্ষতিকারক জীবাণু বহন করে। তাই খাবারে জী♏বন্ত ইঁদুর খুঁজে পাওয়া, গুরুতর স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে। তাদের বিষ্ঠা, প্রস্রাব এবং গায়ের লোমের মাধ্যমে সালমোনেলা, ই. কোলাই এবং হান্টাভাইরাসের মতো রোগ ছড়াতে পারে। ইঁদুর থেকে দূষিত খাবার খাওয়ার পরেই এই অসুস্থতা আসে। যার ফলে পেটের ✨সমস্যা এবং গুরুতর ক্ষেত্রে কিডনি ফেল, এমনকি মৃত্যুও হতে পারে।