বাংলা নিউজ > টুকিটাকি > Number of Monkeypox Cases Are Rising: বিপুল সংখ্যায় বাড়ছে মাঙ্কিপক্স, কোন দেশের কী হাল? ভারতেও ছড়িয়ে পড়তে পারে কি
ইংল্যান্ড ꦛদিয়ে ইউরোপে শুরু হয়েছিল মাঙ্কিপক্সের সংক্রমণ। তার পরে স্পেন, পর্তুগাল এবং ইতালি। এবার সেই তালিকায় ঢুকে পড়ল সুইডেন, জার্মানি, ফ্রান্স এবং বেলজিয়াম। এছাড়া উত্তর আমেরিকা এবং অস্ট্রেলিয়াতেও ছড়িয়ে পড়েছে এই অসুখ।
ইতিমধ্যেই মাঙ্কিপক্স সম্পর্কে সতর্কতা জারি করা হয়েছে বিভিন্ন দেশের স্বাস্থ্য বিভাগের তরফে। পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO-ও এই অসুখটি নিয়ে নতুন তথ্য দিয়ে চলেছে। আরও পড়ুন: যৌনসম্পর্ক থেকে বেশি ছ⛄ড়াচ্ছে মাঙ্কিপক্স, কোন কো𓄧ন পুরুষের ভয় বেশি: রইল ৫ তথ্য
এখনও পর্যন্ত কী জানা গিয়েছে এই অসুখটি সম্পর্কে? ভারতে এই অসুখ ছড়িয়ে পড়ার আশঙ্কাই বা কতটা? জ🦋েনে নিন।
- শুক্রবার ফ্রান্সে পাওয়া গেল মাঙ্কিপক্সের সংক্রমণ। দেশের রাজধানী প্যারিস সংলগ্ন এলাকাতেই ছড়িয়েছে এই সংক্রমণ। আর সেটিই চিন্তায় ফেলেছে দেশের স্বাস্থ্যবিভাগকে।
- বেলজিয়ামেও এই রোগে আক্রান্তকে একজনকে পাওয়া গিয়েছে। যদিও তাঁর মধ্যে মৃদু উপসর্গের বেশি কিছু নেই।
- জার্মানির সেনাবাহিনীর সূত্রে জানা গিয়েছে, একজন সে দেশে এই অসুখে আক্রান্ত হয়েছেন।
- স্পেনে ইতিমধ্যে ১৪ জন এই অসুখে আক্রান্ত। যদিও সন্দেহ, আরও অনেকের মধ্যেই এই অসুখ ছড়িয়ে পড়েছে। কিন্তু পরীক্ষা হয়নি বলে এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।
- আমেরিকায় ৬ জন এই রোগে আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে। এঁরা হালে নাইজেরিয়া আর ইংল্যান্ড থেকে ফিরেছেন।
- কানাডায় এখনও পর্যন্ত ঘোষিতভাবে ২ জন এই অসুখে আক্রান্ত। যদিও সন্দেহ করা হচ্ছে, সব মিলিয়ে ১৭ জনের মধ্যে এই রোগ ছড়িয়েছে।
- ইতালি এবং সুইডেনে ব্যাপক হারে ছড়িয়েছে এই অসুখ। যদিও আক্রান্তের সংখ্যা এখনও স্পষ্ট নয়।
- ইংল্যান্ডে ৯ জন এই অসুখে আক্রান্ত হয়েছেন। তবে সন্দেহ করা হচ্ছে, সেখানে আরও অনেকে এটিতে আক্রান্ত। মৃদু উপসর্গের কারণে এটি বোঝা যাচ্ছে না।
- বিজ্ঞানীরা সাবধান করেছেন, যৌনসম্পর্কের মাধ্যমে এই রোগটি ছড়াতে পারে। বিশেষ করে পুরুষের সঙ্গে পুরুষের যৌনসম্পর্কের ফলে এটি বেশি মাত্রায় ছড়ায় বলেও সন্দেহ করছেন বিজ্ঞানীরা।
ভারতে এই রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা কতটা?