রাখির উৎসবে বেনারসের বাজারগুলি রঙিন রাখিতে ভর্তি হয়ে গিয়েছিল। এবার দামি রা🦄খিও পাওয়া গিয়েছে এখানে।꧋ কিন্তু এক ধরনের রাখির দাম একটু বেশিই হয়ে গেল। এতই বেশি, যে তা আইফোনকেও হার মানাতে পারে। গোলাপি ফিতে জ্বলজ্বল করা এই রাখির দাম দেড় লক্ষ টাকা। কেন এত দাম? কারণ এতে রয়েছে হিরে।
(আরও পড়ুন: রাখিতে এর আগে বোনেদের সঙ্গে কেমন কাটিয়েছেন ক্রিকেটাররা? দেখুন দা🧜রুণ সব ছবি)
হিরের রাখি ছাড়াও সো🦋নার রাখিও বেনারসের বাজারে জনপ্রিয় হয়েছিল এবার। এসব সোনার রাখির দাম ৮০ হাজার টাকা পর্যন্ত ছিল। বিভিন্ন ডিজাইনে এই রাখি পাওয়া যায় এই বাজারে। দোকানদার নিতিন আগরওয়াল সংবাদমাধ্যমকে জানান, তিনি এবার রাখির বাজারে ১৮, ২০ এবং ২২ ক্যারেট সোনার রাখি এনেছেন। এই🐼 বিশেষ রাখির দাম শুরু হয় ১৫ হাজার টাকা থেকে।
(আরও পড়ুন: ভাই🎶 হিসাবে আপনি বোনের প্রতি কতটা যত্নশীল? রাখির দিনে জেনে নিন রাশি অনুযায়ী)
এ ছাড়া এবার মুঘল আমলের ডিজাইনের রাখিও বাজারে খুব জনপ্রিয় হয়েছিল। এই গোলাপি মীনাকড়ি র😼াখির দাম ২২ হাজার টাকা পর্যন্ত ওঠে। কারিগর রোহন বিশ্বকর্মা জানান, এই রাখি রূপার তৈরি। এটি গোলাপ🥃ি এনামেলে কারিগরদের হাতে রং করা হয়। একেবারে হাতে তৈরি এই রাখি। এতে কোনও যন্ত্রের ছোঁয়া নেই বা ছাঁচে ঢালা নয়।
(ভিডিয়ো দেখুন: স্কুল পড়ুয়া এই খুদেরা পরিয়ে দিল মোদীর হাতে রাখ🎐ি, এল প্রধানমন্ত্রী🃏র তরফে স্নেহের পরশ)
এছাড়া ২২ হাজার টাকা দামের রাখি, ২ থেক🦩ে ১০ হাজার টাকা দামের গোলাপি মীনাকারির রাখিও বেনারসের বাজারে পাওয়া গিয়েছে। মানুষ এই বিশেষ এবং ডিজাইনার রাখিগুলিকে খুব পছন্দ করেছেন।