Blue Origin Space Tourism: মহাকাশে বেড়াতে গেলেন প্রথম ভারতীয়, প্রাইভেট মহাকাশযানে পাড়ি দিলেন তাঁরা Updated: 20 May 2024, 04:33 PM IST Satyen Pal Share এবার স্পেস ট্যুরিজম। মহাকাশে বেড়াতে যাওয়ার উদ্যোগ। সুযোগ পেলেন প্রথম কোনও ভারতীয়। 1/5আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের ব্লু অরিজিন এনএস-১৫ মিশন। এবার সেই কর্মসূচিতে একজন পর্যটক হিসাবে মহাকাশে গেলেন গোপী ঠোটাকুরা। তিনি একদিকে উদ্যোগপতি আর অপরদিকে তিনি পাইলট। (Photo by BLUE ORIGIN / AFP) (PTI) 2/5NS-25 Mission। সেই মিশনের ৬জন ক্রু মেম্বারদের মধ্য়ে অন্যতম হলেন গোপী ঠোটাকুরা। তিনি ভারতের প্রথম স্পেস টুরিস্ট। তিনি দ্বিতীয় ভারতীয় যিনি মহাকাশে যাবেন। এর আগে ১৯৮৪ সালে রাকেশ শর্মা মহাকাশে গিয়েছিলেন।. (PTI Photo) (PTI) 3/5কোম্পানির তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় বলে হয়েছে যে রবিবার সকালে পশ্চিম টেক্সাস থেকে এই সপ্তম হিউম্যান ফ্লাইট ছাড়া হয়েছে। সেখানে বলা হয়েছে, আজ ব্লু অরিজিন সপ্তম হিউম্যান স্পেসফ্লাইট ছেড়েছে। নিউ শেফার্ড প্রোগ্রামের আওতায় এটা ২৫তম ফ্লাইট।PTI Photo) (PTI) 4/5কোম্পানির তরফে একটা বিবৃতিতে বলা হয়েছে আমাদের মহাকাশচারীদের মধ্য়ে অন্যতম হলেন, ম্যাসন অ্যাঞ্জেল, সিলভেন চিরোন, কেনেথ এল হেস, ক্যারল স্ক্য়ালার, গোপী ঠোটাকুরা, প্রাক্তন এয়ার ফোর্স ক্যাপ্টেন ইডি ডোয়াইট। প্রসঙ্গত ১৯৬১ সালে প্রেসিডেন্ট জন এফ কেনেডি তাঁকে মনোনীত করেছিলেন। তিনি দেশের প্রথম কৃষ্ণাঙ্গ মহাকাশচারী ছিলেন। কিন্তু তিনি কখনওই ও়়ড়ার সুযোগ পাননি।(Photo by HANDOUT / BLUE ORIGIN / AFP) (PTI) 5/5নিউ শেফার্ড অন্তত ৩৭জনকে স্পেসে পাঠাচ্ছে। নিউ শেফার্ডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফিল জয়েস জানিয়েছেন, এই ধরনের জীবন বদলে যাওয়া সুযোগ নেওয়ার জন্য আমাদের অ্যাস্ট্রনাট কাস্টমারদের অনেক ধন্যবাদ। পৃথিবীর ভালোর জন্য় আমাদের এই অভিযানকে এগিয়ে নিয়ে যেতে আপনারা সকলেই অত্য়ন্ত সহায়তা করেছেন। এই মিশনের মাধ্য়মে অন্তত ৩১জন মানুষকে এখনও পর্যন্ত মহাকাশে পাঠানো সম্ভব হয়েছে। এই লাইনটি হল পৃথিবীর আবহাওয়া আর বাইরের মহাকাশের আবহাওয়ার মধ্যে সংযোগকারী লাইন। (Photo by HANDOUT / BLUE ORIGIN / AFP) (PTI) পুরো গ্যালারিটির জন্য এই বিজ্ঞাপনটি দেখতে হবে পরবর্তী ফটো গ্যালারি