ভেষজ উপায়ে আবির তৈরি মোটেই নতুন কিছু নয়। বরং বহু বছর ধরেই এই কাজ করছেন বিভিন্ন মানুষ। কিন্তু সরকারিভাবে সংগঠিত উপায়ে সেই কাজ করা একেবারেই নতুন কিছু। আ সেই কাজেই উদ্যোতগ নিল রাজ্য সরকার। ফুল থেকে তৈরি আবির এবার প👍ৌঁছে দেওয়া হবে ঘরে ঘরে।
দীর্ঘ দিন ধরে ব্যক্তিগত বা ✅হাতেগোনা কয়েক জনের উদ্যোগে এই আবির তৈরি হলেও, তা নিয়ে বিশেষ মাথাব্যথা কারও ছিল না। কিন্তু এবার সরকারি এই কাজটিকে একটি কাঠামো দেওয়ার কথা ভাবছে। কৃষি বিপণন দফতরেꦆর প্রকল্প আধিকারিক গৌতম মুখোপাধ্যায় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘এখনও ফুলের আবিরের বিষয়ে সচেতনতা তৈরিতে সরকারের ভূমিকা আছে। সুফল বাংলার মঞ্চটিকে আমরা ব্যবহার করছি।’
রাজ🐠্যে ৩৫৪টি বিপণি সুফল বাংলার। এর মধ্যে ৩১০টি কলকাতা এবং দক্ষিণবঙ্গ এলাকায়। গৌতম মুখোপাধ্যায়ের কথায়, অনেকেই জীবিকার সংস্থানেও আবির তৈরির কাজ করছেন। ⛎এই ধরনের আবিরের স্থায়ী বাজার গড়ে তোলা হচ্ছে। আবির বিক্রির পুরো টাকাটাই উৎপাদনকারীদের হাতে তুলে দেওয়া হচ্ছে।
কোন কোন উপাদান থেকে কোন রং তৈরি হচ্ছে?
- পালং বা নিমপাতা: সবুজ
- পলাশ: কমলা, হলুদ
- অপরাজিতা: নীল
- মাদার গাছের ছাল: গোলাপি
- বিট: লাল
- টমেটো: কমলা
রাজ্য সরকারের উদ্যোগে এই উপাদানগুলি দিয়েই তৈ🃏রি হচ্ছে দোলের ভেষজ আবির। অল্প কিছু দিনেই এই আবির পাওয়া যাবে সরকারি দোকানে। অনেকেরই আশা, রাসায়নিক মেশানো আবিরের থেকে এটি গুণমানে অনেক ভালো হবে। ত্বকের ক্ষতি তো𓆏 হবেই না। উল্টে লাভ পর্যন্ত হতে পারে এগুলি থেকে।