Heart Disease: রান্নাঘরের এই উপাদানে রয়েছে অনন্য গুণাগুণ! হার্টের রোগও নাকি ঠেকিয়ে দিতে পারে এটি Updated: 05 Dec 2023, 11:30 AM IST Anulekha Kar Share Heart Disease: হার্টের রোগে দারুণ উপকারী হলুদ! আর কী গুণাগুণ রয়েছে এই উপাদানে জানেন? 1/6গৃহস্থ বাড়িতে হলুদ থাকবে না তা কখনও হতে পারে? এর প্রাকৃতিক গুণাগুণ সম্পর্কে অনেকেরই জানেন। তবে ঠিক কতোটা উপকারি হলুদ? আসুন জেনে নেওয়া যাক (Freepik) 2/6হলুদ কোলাজেন লেভেল বাড়া। এতে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটারি প্রপার্টিজ যা ত্বক সুস্থ রাখতে অত্যন্ত সাহায্য করে। ত্বকের পরিচর্যায় এর কোনও তুলনা হয় না। (Freepik) 3/6হার্টের সমস্যা সমাধানে অত্যন্ত উপকারী কাঁচা হলুদ। কাঁচা হলুদে থাকা উপাদান হার্ট তরতাজা রাখে এবং হার্টের যেকোনও সমস্যা দূর করতে সহায়তা করে। (Freepik) 4/6এতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যা দেহকে ফ্রি ব়্যাডিকেলের হাত থেকে রক্ষা করে। কার্ডিওভাসকুলার ডিসিস থেকেও রক্ষা করতে পারে এই উপাদান। (Freepik) 5/6এতে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্লেমেটারি প্রপার্টি রয়েছে যা ইনফ্ল্যামেশন কমায় এবং ক্ষত নিরমূল করতে সহায়তা করে। (Freepik) 6/6এতে কারকিউমিন রয়েছে যা হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে। পেটের যেকোনও গলযোগে অত্যন্ত উপকারী এই উপাদান। শুধু তাই নয় ঘুম ভাল ঘুম আনতেও অসামান্য এই অসামান্য উপাদান। (Freepik) পুরো গ্যালারিটির জন্য এই বিজ্ঞাপনটি দেখতে হবে পরবর্তী ফটো গ্যালারি