পর্যাপ্ত ঘুমের অভাবে চোখের তলায় কালো দাগ দেখা দিয়ে থাকে। এই কালি সবার আগে সকলের নজর কাড়ে। এমন কিছু ঘরোয়া উপায় রয়েছে, যার সাহায্যে সহজেই এই কালো দাগ থেকে মুক্তি পেতে পারেন।ডার্ক সার্কেল কী:চোখের তলার ত্বক পাতলা হয়ে গেলে সেখানে রক্তবাহিকা দেখা দিতে শুরু করে। এই কারণে চোখের তলায় নীল অথবা সবুজ রঙের ছোপ দেখা দেওয়া শুরু করে। এটি ক্রমশ গাঢ় হতে শুরু করলে একেই ডার্ক সার্কল বলা হয়।ঘরোয়া উপায়:১. ২ চামচ হলুদ পাউডারে ১ চামচ দই ও লেবুর রস মিশিয়ে পেস্ট বানান। এটিকে ডার্ক সার্কেলের উপর লাগিয়ে ১৫-২০ মিনিটের জন্য ছেড়ে দিন। তারপর জল দিয়ে ধুয়ে নিন। প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে এই পেস্টটি লাগালে আরও দ্রুত উপকার পেতে পারেন।২. কমলা লেবুর রসে গ্লিসারিন মিশিয়ে এর উপর লাগান। ২০ মিনিট পর জল দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে তিন বার এমন করলে সুফল পেতে পারেন।৩. আবার টমেটোর রসকে চোখের আশপাশে লাগিয়ে ২০ মিনিটের জন্য ছেড়ে দিন। তারপর জল দিয়ে ধুয়ে নিন।৪. প্রতিদিন শশার রস ডার্ক সার্কেলে লাগান। ১৫ মিনিট পর জল দিয়ে সেটি ধুয়ে নিন। শীঘ্র কালো দাগ থেকে মুক্তি পাবেন।৫. ভিটামিন-ই সমৃদ্ধ আমন্ড তেলও চোখের তলার কালি থেকে মুক্তি দিতে পারে।