দুর্গা পুজো শেষ হয়ে গেলেও একটা জিনিস থেকেই যায়। তা হল সকলের বাড়ি গিয়ে বিজয়ার প্রণাম। করোনার জন্য ও সঙ্গে কাজের ব্যস্ততায় এ হুজুগ একটু কমলেও শেষ হয়নি। বাড়িতে আসা অত♑িথির আপ্যায়নে♏ বাড়িতেই তৈরি করে নিতে পারেন মিষ্টি। নারকেল সন্দেশের রেসিপি রইল আপনার জন্য।
উপকরণ
ছানা (২০০ গ্রাম), নারকেল কোঁড়া (১ কাপ), কনডেন্সড মিল্ক (১/২ღ কাপ), এলাচ গুঁড়ো (১ চা চামচ), রোজ বা ভ্যানিলা অসেন্স (১-২ ফোঁটা), ঘি (১/২ কাপ), পেস্তা বাদাম কুচনো (১ মুঠো), কেশর (১ চিমটে), চিনি (১ কাপ), নুন (এক চিমটে)
পদ্ধতি
প্রথমে নারকোল কুঁড়িয়ে নিয়ে অন্তত এক ঘণ্টা একটা প্লেটে রেখে শুকিয়ে নিন৷ এবার নারকেল কোঁড়ার সঙ্গে ছানা, চিনি ও 🙈এলাচ গুঁড়ো মিশিয়ে নিন৷ তারপর কড়াইতে ঘি দিয়ে মাঝারি আঁচে মিশ্রণটা ঢেলে এক চিমটে নুন দিয়ে ভালো করে নাড়তে থাকুন, যতক্ষণ না সেটা ঘন হয়ে আসছে৷ এবার এতে রোজ/ভ্যানিলা এসেন্স ও কনডেন্সড মিল্ক দিয়ে আঁচে আরও একটু রাখুন। এখন একটা প্লেটে আরও একটু ঘি মাখিয়ে মিশ্রনটি ঢেলে নিন এবং তার ওপর পেস্তা বাদাম ও কেশর ছড়িয়ে দিন। ঠাণ্ডা হলে ইচ্ছেমতো ডিজাইন করে কেটে পরিবেশন করুন৷
মুখ বন্ধ কৌটোয়🀅 ভরে ৫-🐷৭ দিন ফ্রিজে রাখতে পারেন আনায়াসে।