সম্প্রতি অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড - এর ফলাফল ঘোষণা করা হলো। ২০২৪ সালে পয়ষট্টি তম ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডে প্রথম স্থান অর্জন করেছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আমেরিকান প্রতিযোগী সংখ্🎐যা ছিল ১৯২ জন। P1 গ্রুপে ছিল ৪২ জন প্রতিযোগী, P2 গ্রুপে ছিল ৪১ জন প্রতিযোগী, p3 গ্রুপে ছিল ১৯ জন প্রতিযোগী, চতুর্থ গ্রুপে ছিল ৪০ জন প্রতিযোগী, পঞ্চম গ্রুপে ছিল ৩৫ জন প্রতিযোগী এবং ষষ্ঠ গ্রুপে ছিল 15 জন প্রতিযোগী।
দ্বিতীয় স্থান অর্জন করেছে চীন। চীন থেকে মোট প্রতিযোগী সংখ্যা ছিল ১৯০ জন। P1 গ্রুপে প্রতিযোগী ছিল ৪২ জন, দ্বিতীয় এবং তৃতীয় গ্রুপে যথাক্রমে ৪২ এবং ৩১ জন প্রতিযোগী ছিল। চতুর্থ গ্রুপে প্রতিযোগী ছিল ৪০ জন। পঞ্চম গ্রুপে প্রতিযোগী সংখ্যা ২২ জন। সর্বশেষ গ্রুপে প্রতিয🌌োগী সংখ্যা ছিল ১৩ জন।
আরও পড়ুন: (ভারতের মরিচ দিয়ে তৈরি চিপ♐স খেয়ে অস🀅ুস্থ ১৪ জাপানি শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি)
তৃতীয় স্থান অর্জন করেছে কোরিয়া। কোরিয়ার মোট প্রতিযোগী সংখ্যা ১৬৮ জন। প্রথম গ্রুপে প্রতিযোগী সংখ্যা⭕ ৪২ জন, দ্বিতীয় এবং তৃতীয় গ্রুপের যথাক্রমে ৩৭ জন এবং ১৮ জন প্রতিযোগী সংখ্যা ছিল। চতুর্থ গ্রুপে ছিল ৪২ জন প্রতিযোগী সংখ্যা। পঞ্চম গ্রুপে ৭ জন এবং ষষ্ঠ গ্রুপে ছিল ২২ জন।
চতুর্থ🔜 স্থান অর্জন করেছে ভারত। ভারতের মোট প্রতিযোগী সংখ্যা♍ ১৬৭ জন। প্রথম থেকে ষষ্ঠ গ্রুপে প্রতিযোগী সংখ্যা ছিল যথাক্রমে ৪২, ৩৪, ১১, ৪২,২৮ এবং ১০ জন।
পঞ্চম স্থানে রয়েছে বেলারুশ। এই দেশের তরফ থেকে মোট প্রতিযোগী সংখ্যা ছিল ১৬৫ জন। প্রথম গ্রুপে ছিল ৪২ জন, দ্বিতীয় এবং তৃতীয় 🅘গ্রুপে ছিল ৩০ এবং ১০ জন। চতুর্থ গ্রুপে ছিল ৪২ জন। পঞ্চম গ্রুপে ৩৬ জন এবং ষষ্ঠ গ্রুপে পাঁচজন প্রতিয♏োগী ছিল।
ষষ্ঠ স্থানে রয়েছে সিঙ্গাপুর ১৬২ জন প্রতিযোগী নিয়ে। প্রথম গ্রুপে ৪২ জন, দ্বিতীয় গ্রুপে ৩৭ জন, তৃতীয় এবং চতুর্থ গ্রুপে ৭ এবং ৪২ জন। পঞ্চম গ্♈রুপে ২৯ এবং ষষ্ঠ গ্রুপে পাঁচ জন প্রতিযোগী ছিল।
আরও পড়ুন: (আলসারের সমস্যায় ভুগ🔯ছেন? ঘরোয়া কয়েকটি জিনিসেই কমতে পারে ভোগান্তি)
সপ্তম স্থানে রয⛦়েছে ইউনাইটেড কিংডম। প্রতিযোগি সংখ্যা ১৬২ জন। গ্রুপ অনুযায়ী প্রতিযোগী সংখ্যা ছিল ৪২, ৩৩, ৮,৪২,৩১ এবং ৬ জন।
অষ্টম স্থানে রয়েছে হাঙ্গেরি। প্রতিযোগী সংখ্যা ১৫৫। গ্রুপ অনুযায়ী প্রতিযোগী সংখ্যা ৪২, ৩৭,১৬, ৩৬, ২৩ ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚএবং ১ জন।