থর মরুভূমিতে মিলল জীবাশ্ম! প্রাচীনতম ডাইনোসরের বাসভূমি ছিল এদেশে?
1 মিনিটে পড়ুন Updated: 05 Sep 2023, 10:12 AM IST Ratul Guha ভারতের রাজস্থানের জয়সলমের জেলা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে ১৬.৭ মিলিয়ন বছর পুরোনো ডাইনোসরের একটি জীবাশ্ম পাওয়া গেছে। এই জীবাশ্মটি আবিষ্কার করেছে আইআইটি রুরকি এবং জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (GSI)।