সারা বিশ্ব ৮ মার্চ নারী দিবস উদয🤡াপন করছে। ১৯০৯ সালে প্রথমবারের মতো 'আন্তর্জাতিক নারী দিবস' পালিত হয়। এই দিনে নারীদের সম্মান জানিয়ে উদযাপন করা হয়। প্রত্যেকের জীবনেই কোনও না কোনও নারীর জন্য একটি বিশেষ স্থান থাকে, তা ❀তিনি মা, বোন, স্ত্রী, বান্ধবী বা বন্ধুই হোন না কেন। এই আন্তর্জাতিক নারী দিবসে আপনিও যদি আপনার মা, বোন, স্ত্রী, শ্যালিকা, বন্ধু বা বান্ধবীর কাছে বিশেষ অনুভূতি প্রকাশ করতে চান, তাঁদের অস্তিত্বকে সম্মান জানাতে চান, তাহলে আমরা আপনার জন্যই কিছু শুভেচ্ছা বার্তা নিয়ে এসেছি।
- নারী দিবসের বিশেষ শুভেচ্ছা বার্তা
১) সে জন্ম দেয়, সে মৃত্যুর হাত থেকে বাঁচায়। স🐼ে এগিয়ে নিয়ে যায়, তাকে বলা হয় নারী। শুভ নারী দিবস…
২) আমি নির্দোষ নই। আমার চাপা পরিচয় নেই। আমি আত্মসম্মান নিয়ে বাঁচি। আমার ভিতরে অহংকার আছে। আমি একজন আধুনিক নারী…🦹.
৩) দিনের আলো ফুরিয়েছে স্বপ্ন বানাতে বানাতে। রাতের ঘুম কেটেছে শিশুকে ঘুম পাড়িয়ে দিতে♔। সারা জীবন কেটেছে সেই ঘর সাজাতে গিয়ে, যেখানে তাঁর নামের ফলকও নেই🌼। শুভ নারী দিবস।
৪) যেখানে নারীর সম্মান আছে, সংস্কৃতির উত্থান সেখানেই। শুভ নারী দ♑িবস।
৫) নারীকে সম্মান করুন, তাকেও তার 🌌স্বাধীনতা নিয়ে আকাশে উড়তে দিন, তারপর নারীর আসল রূপ দেখুন।
৬) জীবনের শিল্পকে নিজ হাতে উপলব্ধি করে নারীরা সভ্যতা ও সংস্কৃতিরℱ রূপ বাড়িয়েছে, নারীর অস্তিত্বই সুন্দর জীবনের ভিত্তি। শুভ নারী দিবস।
🍸৭) নারী পুরুষের শক্তি, নারী ঘরের সৌন্দর্য, সে যথাযথ সম্মান পেলে, ঘরে ফুটে সুখের ফুল। শুভ আন্তর্জাতিক নারী দিবস ২০🐓২৩।
৮) নারী দিবসই কেন শুধু নারীর জন্🉐য পালিত হবে? প্রতিটি দিন, প্রতি মুহুর্তে নারীকে শ্রেষ্ঠ মনে কর, এটাই নতুন যুগ। শুভ আন্তর্জাতিক নারী দিবস ২০২৪।
৯) লোকে বলে তোমার অস্তিত্ব কী নারী, এদিকে তুমিই তো দ♋ুঃখ দূর করে সুখ ছড়িয়ে দাও নারী। শুভ আন্তর্জাতিক নারী দিবস ২০২৪।
১০) নিজেকে দুর্বল মꦅনে করো না তুমি সারা পৃথিবীর মা, তুমি
তোমার সংস্কৃতির অহংকার, তুমি সোনার আয়ের ধ্বনি,
তুমি তোমা🌄র দেশের নতুন ইতিহাস। শুভ আন্তর্জাতিক নারী দিবস ২০২৪।
১১) তোমরা ঈশ্বরের সবচেয়ে অনন্য সৃষ্টি, তোমাদের ছাড়া আমাদের অস্তিত্ব থাকতে পারে না। আমাদের জন্ম দেওয়ার জন্য এবং সর্বদা আমাদের অনুপ্রাণিত করার জন্য আপনাকে ধন্যবাদ। শুভ আন🔜্তর্জাতিক নারী দিবস ২০২৪।