⛄ ‘বাইশে শ্রাবণ’ থেকে ‘বজরঙ্গি ভাইজান’, কিংবা এম এস ধোনির বায়োপিক বা ‘দ্য তাসখেন্ট ফাইলস’, কিংবা চমকে দেওয়া ‘স্পেশাল ছাব্বিশ’— অভিনেতা রাজেশ শর্মাকে সবাই চেনেন! সহজ অভিনয় অথচ দাগ কেটে যাওয়া, বিভিন্ন চরিত্রকে প্রাণ দেওয়াই তাঁর কাজ। সেই রাজেশ শর্মা কলকাতায় এসেছিলেন লকডাউনের সময়কে নিয়ে তৈরি সিনেমা ‘আনলক সেভেন’-এর টিজার লঞ্চে, যেখানে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে তিনি রয়েছেন। সলমন খান থেকে সিনেমা নির্দেশনা, বিভিন্ন বিষয় নিয়ে কথা বললেন তিনি, যার কিছু অংশ পাঠকদের কাছে তুলে ধরা হল।
সলমন খান থেকে আবির চট্টোপাধ্যায়— টলিউড আর বলিউডের ফারাকটা কোথায়…
ওদুটো বেশ আলাদা ফরম্যাটে কাজ করে। এই প্রসঙ্গে আমার মনে হয় বিশেষ কিছু ফারাক মাথায় রাখা খুব দরকার। প্রথমত, মুম্বই এমন একটা শহর যেখানে সারা ভারত থেকে লোক আসে সফল হওয়ার জন্য। কেউ সফল হন, কেউ ব্যর্থ। কিন্তু ভীষণ একটা তাগিদ কাজ করে। বাংলার পরিস্থিতি আলাদা। এখানে আবহাওয়া যে রকম, তাতে একটা স্তরের বেশি কাজ করা সম্ভব হয় না। কিন্তু তাই বলে কি, এখানে কাজ ভালো হয় না? অনেকেই বাজেটের কথা বলেন। ভুললে চলবে না, সত্যজিত রায় নিজে স্বল্প বাজেটে আন্তর্জাতিক সিনেমা বানিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন।
সাফল্য কীভাবে জীবনে সামলানো উচিত…
💮সাফল্য নিয়ে খুব বেশি ভাবার পক্ষপাতী আমি নই। সিনেমার মতো একটা ইন্ডাস্ট্রি ভীষণ রকম দর্শক নির্ভর। এখানে একটা ভালো কাজ হল, প্রশংসা হল, আবার আর একটি কাজ চলে এল। বরং দীর্ঘদিন উচ্চমানের কাজ করে যাওয়া অনেক বড় চ্যালেঞ্জ। তাই কাজই শেষ কথা অভিনেতার জীবনে।
অভিনয় কি শিখতে হয়?
ꦇমানুষ অভিনয় নিয়ে জন্মায়, এটা উপরওয়ালার গিফট। খুব চেষ্টা করে কেউ ভীষণ ভালো অভিনেতা এ রকম উদাহরণ জানা নেই। তবে অভিনয় শেখানোর স্কুলগুলো নিয়ে আমি নেতিবাচক এমন নয়। আমরা আমাদের আশপাশ থেকে ক্রমাগত শিখতে থাকি। সেটা বাড়ানোর অনেক পদ্ধতি আছে, যার মধ্যে একটি হল এই ধরনের প্রাতিষ্ঠানিক শিক্ষা।
আজ কলকাতা, পরশু মুম্বই, এর পর বিদেশে শ্যুটিং…
🅷আমাদের জীবনে টাইম ম্যানেজমেন্ট নয়, বরং কাজ সব। এগুলো তো এখন এসেছে, এখনকার কথা। আমার দিন শুরু হয় কাজে, শেষ হয় কাজে। যখন যেটা করি, তখন সেটা ভালো করে করি। তবে একটা কাজ থেকে আর একটা কাজ, যতটা সহজ মনে হয়, সে রকম নয়। একটা ভাষা থেকে আর একটা ভাষা, একটা স্ক্রিপ্ট থেকে আরেকটা স্ক্রিপ্ট, যথেষ্ট মুন্সীয়ানার দরকার রয়েছে মনে হয়। তবে সর্বোচ্চ স্তরে অনেকেই এখন কাজ করছেন এবং তারা ভীষণ সফল।
নিজের সেরা কাজ যদি বলতে হয়, কোনটিকে বলবেন?
☂আমি মনে করি আমার সেরা কাজ এখনও করিনি। আমি এখনও নিজেকে ডেভেলপ করে চলেছি। অভিনয় ব্যাপারটি খুব স্বাভাবিক একটি প্রক্রিয়া। কোন সেরা সিনেমা বা সেরা কাজ বিচার করার ব্যাপারটা নিয়ে আমার ঘোরতর আপত্তি রয়েছে। এই একটা কারণে আমার স্টেজে ওঠা বা পুরস্কার অনুষ্ঠান বা অ্যাওয়ার্ড প্রোগ্রাম নিয়ে অস্বস্তি রয়েছে।
ভবিষ্যতে কোন ভূমিকায় দেখে যেতে পারে?
♚সিনেমায় অভিনয় আমি যে খুব ইচ্ছা করে এসেছি এমন নয়। আমার জীবনে সিনেমায় আসা কিছুটা দুর্ঘটনা বটে। আমি কেরিয়ার শুরু করেছিলাম নাটকে। কিন্তু রুটিরুজির টান হলে যা হয় আর কী… নেমে পড়লাম সিনেমায় আর আজ সেটি আমায় পরিচয় দিয়েছে। তবে ভবিষ্যতের কথা বললে, আমি সিনেমা নির্দেশনায় আসতে চাই। আমার অনেক কিছু দেওয়ার আছে।
সিনেমা না ওয়েব সিরিজ?
🐲কিছুটা অনুকরণের মাধ্যমে এসেছে এই আলাদা আলাদা ফরম্যাট তবে দিনের শেষে ব্যাপারটা একই, গল্প বলা। সেটা যত দিন আকর্ষণীয় থাকবে, ততদিন মানুষ তাকে ভালোবাসবে। তাই অভিনেতা হিসেবে সিনেমা বা ওয়েব সিরিজ আলাদা করে বেছে নেওয়ার দিকে আমি নেই।