বাংলা নিউজ > টুকিটাকি > Santipur Bamakali: ভক্তদের সঙ্গে নেচে ওঠেন জাগ্রত মা! শান্তিপুরে বামাকালীর পুজোয় লক্ষ মানুষের ঢল
Santipur Bamakali: মা কালী (Kali Puja 2024) বলতেই আমরা বুঝি করালদর্শনা ভয়ঙ্কর এক রূপ। কিন্তু আদতে মা তো আমাদের মা-ই। ভীষণ উগ্ররূপিনী হলেও তিনি পূজিত হন ভালোবাসার সঙ্গে। শান্তিপুরে মাকে পুজো করা হয়🐷 বামাকালী (Santipur Bamakali) রূপে। আর সেখানেই মাকে নিয়ে রীতিমতো নাচগান হয়। অর্থাৎ ভক্তদের সঙ্গে নাচেন মা-ও। হঠাৎ মায়ের নাচের কথা শুনে অবাক হতে পারেন যে কেউ। কিন্তু এ মোটেই গল্পকথা নয়। শান্তিপুরে (Santipur Bamakali 2024) প্রতি বছরই এই দৃশ্য দেখা যায়। আর নাচ দেখতে ভিড় জমান লক্ষ লক্ষ মানুষ।
আরও পড়ুন - দমদম রোড আটকে আর পুজো𒅌 নয়, স🐎িদ্ধান্ত নিল ১ কমিটি! বাকি দুইয়ের কী মত
কীভাবে শুরু হয় নাচ?
পুজোর পর অঞ্জলি হয়ে গেলে মায়ের মূর্তিকে মণ্ডপের ཧবাইরে নিয়ে আসা হয়। বিসর্জনের প্রস্তুতি নেওয়া হয়। এরপর ঘাট পর্যন্ত নিয়ে যেতে যেতে নাচের আয়োজন। মায়ের মূর্তি একটি বাঁশের মাচায় করে ঘাড়ে বয়ে নিয়ে চলেন ভক্তরা। তাদের পিছন পিছন আরো অগণিত ভক্তের ঢল নামে। কাঁধে বাঁশ থাকা অবস্থাতেই লাফিয়ে লাফিয়ে নাচের ভঙ্গি করেন ভক্তরা। ফলে নেচে ওঠেন মা কালীও। দূর থেকে ক্যামেরাবন্দি এই দৃশ্য দেখতে অভূতপূর্ব। প্রতি বছর শুধু এই দৃশ্য দেখতে শান্তিপুরে প্রচুর মানুষ ভিড় জমান।আরও পড়ুন - ভয়ঙ্করের মধ্যেও🍸 ভয়ঙ্কর! মা কালীর এই বীভৎস রূপগুলির সঙ্গে পরিꦅচিত?