পূর্ববর্তী নিজামের রাজকীয় রাজ্য হায়দ্রাবাদের একটি অংশ ছিল তেলাঙ্গানা। যা বর্তমানে একটি আলাদা রাজ্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। ২০১৪ সালের ২ জুন, আলাদা একটি রাজ্য হিসেবে নিজেকে প্রত🌟িষ্﷽ঠিত করার পর থেকেই প্রতিবছর পালন করা হয় তেলাঙ্গানা দিবস।
কবে পালন করা হয় তেলাঙ্গানা দিবস?
ভারতের ২৯ তম রাজ্য তেলাঙ্গা𒐪না ২ জুন নিজের গঠন দিবস উদযাপন করবে। এই অঞ্চলে বিধানসভার ২৯৪টি আসনের মধ্যে ১১৯ টি আসন রয়েছে।
কবে অন্ধ্রপ্রদেশের সঙ্গে একত্রিত হয় ত🌳েলাঙ্গানা?
১৯৪৮ সালে নিজাম শাসনের অবসান ঘটিয়ে হায়দ্রাবাদ রাজ্য গঠিত হয়। ১▨৯৫৬ সালে হায়দ্রাবাদের তেলাঙ্গানা অংশটি অন্ধ্রপ্𝔉রদেশের সঙ্গে একত্রিত হয়। নিজামের সাম্রাজ্যের অবশিষ্ট অংশ একত্রিত হয় কর্নাটক এবং মহারাষ্ট্র সঙ্গে। অবশেষে ১৯৫২ সালের ১৬ ডিসেম্বর গান্ধীবাদী বিপ্লবী পট্টি শ্রীরামলু মারা যাওয়ার পর অন্ধ্রপ্রদেশ একটি আলাদা রাজ্য হয়ে ওঠে।
(আরো পড়ুন: গুঁড়ো মশলা ছাড়ুন, গোটা মশলায় রান্না 🍎করে নিরাপদে থা🍌কুন, পরামর্শ ICMR-এর)
কীভাবে তেলাঙ্গানা একটি আলাদা রাজ্য হয়ে ওঠে?
১৯৬৯ সালে প্রথম তেলাঙ♑্গানা আন্দোলন তীব্র হয়ে ওঠে। অন্ধ্রপ্রদেশ এবং তেলাঙ্গানার মধ্যে শিক্ষাগত পার্থক্য ছিল। যেহেতু অন্ধ্রপ্রদেশ উপনিবেশিক মাদ্রাজ প্রেসিডেন্টের অংশ ছিল তাই শিক্ষার দিক থেকে তেলাঙ্গানা থেকে অনেকটাই এগিয়েছিল অন্ধপ্রদেশ। তেলাঙ্গানার বাসিন্দারা অন্ধ্র প্রদেশের সঙ্গে একত্রিত হওয়ার বিরুদ্ধে ছিল কারণ তাদের আশঙ্কা ছিল অন্ধ্রপ্রদেশের সঙ্গে একত্রিত হলে তাদের চাকরি থাকবে না।
২০০১ সালে তেলেগু দেশম পার্টির সদস্য কে চন্দ্রশেখর রাও তেলাঙ্গানা রাজ্যের জন্য দল ত্যাগ করেন এবং প্রতিষ্ঠা করেন তেলাঙ্গানা রাষ্ট্র সমিতি। অবশেষে ২০১৪ সালে তেলাঙ্গানাকে পৃথক রাজ্য হিসেবে সম্মান দেওয়া হয়। গত বছরের ডিসেম্বর মাসে এই দলের নাম পরিবর্তন করে রাখা হয় ভারত রাষ্ট্র✱ সমিতি।💟
(আরো পড়ুন: ৪৮ বছর পর দুগ্ধ দিবসে ফের প্রেক্ষাগৃহে ফিরে এল ‘মন্থন’꧒, সম্মান দিল কান)
তেলাঙ্গানা রাজ্🔴যের প্রথ🌼ম মুখ্যমন্ত্রী কে হয়েছিলেন?
তেল💞াঙ্গানা রাজ্যের প্র🍌থম মুখ্যমন্ত্রী হয়েছিলেন কে চন্দ্রশেখর রাও। তিনি ছিলেন এই রাজ্যের সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, ২০২🀅৪ সালে তেলাঙ্গানা রাজ্য গঠনের ১০ তম বার্ষিকী উপলক্ষে তেলাঙ্গানা রাজ্য সরকার একটি জঙ্গলে অনুষ্ঠানের আয়োজন করেছেন। এই দিন তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী রেবান্থ রেড্ডি শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন এবং প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। তেলাঙ্গানা ৩৩ টি রাজ্যে এই অনুষ্ঠান সম্পন্ন হবে।