একটানা চুমু খাওয়ার রেকর্ড গড়তে পারবে না আর কেউ। এমনটাই জানিয়েছিল গিনিস বুক ওয়ার্ল্ড রেকর্ডস। কেন এই সিদ্ধান্ত নিয়েছিল সংস্থা? সম্প্রতি জানা গেল সেই তথ্য। ২০১৩ সালে থাইল্যান্ডের এক দম্পতি এই চুমু খাওয়ার রেকর্ড গড়েছিল। মোট ৫৮ ঘন্টারও বেশি সময় ধরে চুমু খেয়েছিলেন তাঁরা। কিন্তু সেই রেকর্ড গড়ার পর গিনিসের এই বিভাগটিই তুলে দেয়। দীর্ঘ চুমꦚু খাওয়ার ওই রেকর্ড কেউ গড়তে পারবে না বলে জানানো হয় বিশ্বরেকর্ড সংস্থার তরফে।
আরও পড়ুন: অঙ্ক🐈ে সেরা ভারত! আন্তর্জাতিক ম্যাথ অলিম্পিয়াডে ১১৮টি দেশ হারিয়ে 𒈔দারুণ জয়
আরও পড়ুন: সিংহের পাশে বসে এ কী করছেন তরুণী! ভাইরাল ভিডিয়ো দেখে 🦄চোখ কপালে উঠল নেটিজেনদের
প্রসঙ্গত, ৫৮ ঘন্টা ধরে ওই ইভেন্টে চুমু খেয়েছিলেন ইক্কౠাচাই ও লাকসানা তিরানারাত। ক🐓িন্তু তাদের জয়ের পর এই বিভাগটি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর কারণ ছিল স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা। এই ধরনের রেকর্ড গড়তে হলে স্বাস্থ্য নিয়ে একাধিক ঝুঁকি নিতে হয়। সেই ঝুঁকি এড়াতেই বন্ধ করা হয় এই বিভাগ।
২০১৩ সালের ওই প্রতিযোগিতাটি আয়োজিত হয়েছিল ১২ ফেব্রুয়ার♎ি। ওই দিন অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন ৭০ বছরের এক দম্পতিও। তাঁরা দীর্ঘ ১ ঘন্টা ৩৮ মিনিট ধরে পরস্পরকে চুম্বন করেন। বৃদ্ধ ব্যক্তি বেশিক্ষণ দাঁড়াতে সমর্থ নন বলে তাঁদের প্রতিযোগিতা থেকে বেরিয়ে যেতে হয়। অন্যদিকে চার দম্পতি টানা ৫০ ঘন্টা ২৫ মিনিট ধরে পরস্পরকে চুমু খান। তবে তাঁদেরকেও হারিয়ে দেন ইক্কাচাই ও লাকসানা। ২০১১ সালে তাঁরাই রেকর্ড গড়েছিলেন এই ব্যাপারে। ২০১৩ সালেও আবার তাঁরাই ৫৮ ঘন্টা ৩৫ মিনিটের রেকর্ড গড়েন। প্রসঙ্গত, ওই রেকর্ড জেতার পর দুটি হিরের আংটি উপহার পান তাঁরা। এমনকী ৩৩০০ ডলার অর্থমূল্যের পুরষ্কারও তুলে দেওয়া হয় তাঁদের হাতে।