তরুণ বয়স মানেই ভালো চাকরির জন্য চেষ্টা। প্রথম ইন্টারভিউ দেওয়া। আর বেশিরভাগ সময় ইন্টারভিউয়ে ফেল করা। ইন্টারভিউয়ে ফেল করার অভিজ্ঞতা হয়নি, এমন ব্যক্তি খুব কমই রয়েছে। খুব সফল ব্যক্তিরাও এই সমস্যায় বারবার 🌳পড়েছেন। মাইক্রোসফটের ভাইস প্রেসিডেন্ট অমিত ফুলেও তাঁর ব্যতিক্রম নন। সম্প্রতি তিনি তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা ভাগ করে নিলেন। তরুণদের উৎসাহ দিতে এই💛 দিন নিজের লিঙ্কডইন প্রোফাইলে একটি পোস্ট করেছেন তিনি। তাতেই তাঁর চাকরি জীবনের অভিজ্ঞতা জানান তিনি।
(আরও পড়ুন: নিরাপদ নয় মেꩲলও! এক ক্লিকে উধাও হতে পারে ব্যাঙ🎀্কের টাকা! বাঁচবেন কীভাবে)
পোস্টের গোড়া থেকেই তিনি লেখেন তাঁর প্রত্যাখ্যানের অভিজ্ঞতার কথা। মোট কতবার কোন কোন ইন্টারভিউতে তিনি প্রত্যাখ্যাত হয়েছেন তা এইদিনের পোস্টে লেখেন তিনি। পোস্টের গোড়াতেই তিনি লেখেন স্কুলজী🎃বনের অভিজ্ঞতা। স✱্কুলে থাকাকালীন মাইক্রোসফটের সামার ইন্টার্নশিপের জন্য ইন্টারভিউ দেন অমিত। সেখানে রিজেক্টেড অর্থাৎ প্রত্যাখ্যাত হন।
গুগলে ইন্টারভিউ দিয়ে একবার দুবার নয়, ১৩ বার প্রত্যাখ্যাত হয়েছেন তিনি। প্রতিবারই তিনি দুই রাউন্ডে ইন্টারভিউ দেন। এক বছর পর তাকে ফের ডাকা হয়েছিল। মহিলা ইন্টারভিউয়ার সেদিন অসুস্থ ছিলেন। তাই মাত্র আট মিনিট সেই ইন্টারভিউ চলে। তাঁর ꦡএক সপ্তাহ পর ফের রিজেকশনের মেল পান তিনি।
(আরও পড়ুন: টাইপ ৩ ডায়াবিটিসই নাকি মস্তিকের এক কঠিন রোগের 📖কারণ! কেন বলছেন বিশেষজ্ঞরা)