ব♔িষয়টিকে আর হালকাভাবে নিচ্ছে না ভারতও। কেন্দ্র সরকারের তরফে অতিরিক্ত সতর্কতা জারি করা হল এই বিষয়ে। শুক্রবার এই অসুখটি নিয়ে সতর্কতার কথা জানিয়ে দিল সরকার। কীꦚ কী বলা হয়েছে সেখানে?
পৃথিবীর বিভিন্ন দেশে দ্রুত গতিতে বাড়ছে মাঙ্কিপক্সের সংক্রমণ। ইউরোপের বেশ কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে এই রোগ। ইংল্যান্ড, ইতালি, ফ্রান্স, বেলজিয়াম, সুইডেন, স্পেন, পর্তুগালে ব্যাপক সংখ্যায় ছড়িয়ে পড়েছে এটি। তবে সবচেয়ে মারাত্মক অবস্থা জার্মানির। বহু মানুষ আক্রান্ত সেখানে। এর বাইরেও কানাডা, আমেরিকা এবং অস্ট্রেলিয়াতেও পাওয়া গিয়েছে এই রোগের সংক্রমণ। আরও পড়ুন: বিপুল সংখ্যায় বাড়ছে মাঙ্কিপক্স, কোন দেশের ক𓃲ী হাল? ভারতেও ছড়িয়ে পড়তে পারে কি
বর্তমান পরিস্থিতিকে আর হালকাভাবে নেওয়ার নেই। এমনই বুঝিয়ে দেওয়া হল কেন্দ্র সরকারের তরফে। করোনার ভয় কাটতে না কাটতেই যেভাবে মাঙ্কিপক্স ছড়াতে শুরু করেছে, তাতে ভারত আর বিষয়টিকে হালকাভাবে নেবে না— তা বোঝা গেল শুক্রবারের ঘটনাতেই। 🐠আরও পড়ুন: যৌনসম্পর্ক থেকে বেশি ছড়াচ্ছে মাঙ্কিপক🧸্স, কোন কোন পুরুষের ভয় বেশি: রইল ৫ তথ্য
এবার বিদেশ থেকে ভারতে ঢো♚কার সব ক’টি পথেই কড়া স্বাস্থ্যপরীক্ষার নির্দেশ দেওয়া হল সরকারের তরফে। আন্তর্জাতিক বিমানবন্দর তো বটেই, স্থলপথ এবং জলপথে ভা🐲রতে পৌঁছোনোদের জন্যও এই স্বাস্থ্যপরীক্ষার নির্দেশ দেওয়া হল।