হাতের গঠন নয় কেবল, নখ এবং তার গঠন দেখেও বলা দেওয়া যায় যে একটি মানুষ কেমন, তাঁর চারিত্রিক বৈশিষ্ট্য কী কী। এমনটাই মনে করা হয়ে থেকে জ্যোতিষ এবং হস্তরেখা শাস্ত্রে। তাই এই শাস্ত্রে নখকে বিশেষ 🍷গুরুত্ব দেওয়া হয়ে থাকে।
আসুন দেখে নেওয🔯়া যাক, নখ দেখে কীভাবে বুঝবেন কোন মানুষ কেমন চর🍨িত্রের।
লম্বা নখ: যাঁদের লম্বা নখ হয় তাঁরা অত্যন্ত কল্পনাপ্রবণ হয়ে থাকেন। একই সঙ্গে সৃজনশীল হন তাঁরা ভীষণ। আনন্দ এবং উৎসাহের সঙ্গে এঁরা সমস্ত☂ কাজ করে থাকেন।
গোল নখ: এঁরা খুব সহজেই সকলের সঙ্গে মিশে যেতে পারেন। অচেনা মানুষকে খুব সহজেই আপন করে নিতে পারে এঁরা। খুব সুন্দর ক🌠থা বলতে পারে এঁরা, আর সেই কথা দিয়ে সকলকে মুগ্ধ করে দেন এঁরা।
চওড়া নখ: এঁরা ভীষণ বুদ্ধিমান প্রকৃতির হন। সমস্ত কাজ ভীষণ বুঝে, ভাবনা চিন্তা করে করেন। ফল🎉ে এঁরা খুব সহজেই সাফল্য পান জীবনে।
আঁকাবাঁকা নখ: এঁদের জীবন ভীষণ দুঃখ এবং দুর্দশায় কাটে। কিন্তু এঁরা ভীষণ সাহসী হন, তাই যে কোনও পরিস্থিতি🍒তেই এঁরা সাহস হারান না।
চৌকো নখ: এঁরা ভীষণ গম্ভীর স্বভাবের𒉰 হন। একই সঙ্গে শান্ত এবং সরল𒐪। রাজনীতিতে গেলে সাফল্য অর্জন করে থাকে এঁরা।
ত্রিভুজাকৃতির নখ: এঁরা ভীষণ জেদি হন। অল্প কඣথাতেই এঁরা রেগে যান এবং উত্তেজিত হয়ে পড়েন।