বাঘের বাচ্চার নামকরণে বড় ভূমিকা থাকতে পারে আপনারও🎶। মানে ধরুন যে বাঘের বাচ্চাকে আপনি চিড়িয়াখানায় দেখতে গেলেন সেই বাচ্চাটির নামকরণ কর🅺েছেন আপনি। ব্যাপারটি যদি এমন হয় তবে তো বেশ মজার। এবার ওড়িশার নন্দনকাননের তরফে তেমনি একটি আবেদন করা হয়েছে।
সূত্রের খবর, নন্দনকাননে মা বাঘ অঙ্কিতার একাধিক বাচ্চা হয়েছে। কিন্তু বাচ্চার তো নাম দিতে হবে। আর সেই 𒀰নামকরণের ক্ষেত্রে আপনিও অংশ নিতে পারেন। এক্ষেত্রে গুগল ফর্মও দেওয়া হচ্ছে। এক্স হ্যান্ডেলে এনিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে নন্দনকানন জুলজিকাল পার্কের তরফে বলা হয়েছে, নন্দনকাননের বাঘিনী অঙ্কিতার বাচ্চাদের নামকরꦚণ করুন। এই গুগল ফর্মে আপনি সাজেশনস দিতে পারেন। আপনার এই মতামত আমাদের কাছে অনেক।
এরপর একটি গুগল ফর্মের লিঙ্ক দেওয়া হয়েছে। সেই লিঙ্কে ক্লিক করলে একের পর এক বাচ্চার কথা উল্লেখ করা হয়েছে। কোনটি পুরুষ শাবক, কোনটি মেয়꧙ে শাবক সেটাও উল্লেখ করা হয়েছে। সেখানে একাধিক নামকে উল্লেখ করা হ🍬য়েছে। যেমন শ্রী, ঝুনা, প্রমীলা, উর্মিলা। তার মধ্য়ে একটি নামকে বেছে নিতে হবে আপনাকে।
আবার অপর বাচ্চার জন্য় রশ্মিতা, ত෴ৃপ্তি, ভূমি,সুইটির চারটি অপশন রয়েছে।এছাড়াও মীনাক্ষী, জ্যোৎস্না, জয়শ্রী, পুরবীর নাম উল্লেখ করা হয়েছে। সেই নামগুলির মধ্য়ে থেকে যেকোনও একটিকে বেছে নিতে পারেবন আপনি। এছাড়াও পুরুষ বাঘ শাবকের জন্য রুদ্র, অমিত, সিয়া, সমীরের মতো নাম উল্লেখ করা হয়েছে। সেই নামের মধ্য়ে একটিকে বেছে নিতে হবে আপনাকে।
এরপর সাবমিট অপশনে গেলেই আপনার নাম বাছাই পর্ব শেষ। পরে আপনি মিলিয়ে দেখে নিতে পারেন আপনার পছন্দ মতো বাঘের নাম হল কি না। তবে শুধু অঙ্কিতার নয়, 💞সিংহী রেওয়ারও বাচ্চা হয়েছে দুটো। তাদের নামকরণও করতে পারেন আপনি। সিংহী বিজলিরও বাচ্চা হয়েছে। তাদের নামও বাছতে পারেন আপনি।