বাংলা নিউজ > টুকিটাকি > Optical Illusion: প্রথমবার তাকিয়েই ফুল দেখলেন না মুখ? ছবিই জানান দেবে আপনি হাসিখুশি না রাশভারী
পরবর্তী খবর
Optical Illusion Test: অপটিক্যাল ইলিউশন বেশ মজাদার খেলা। কারণ চোখের পর্যবেক্ষণ ক্ষমতা এতে সহজেই ধরা পড়ে। তবে অপটিকাল ইলিউশন দিয়ে শুধু যে চো💯খের শক্তি মাপা যায়, তা কিন্তু নয়। এই বিশেষ রখম ধাঁধা মনের হদিশও দেয়। কারণ মন কেমন আছে। কে কেমনভাবে চিন্তাভাবনা🦂 করে তাও বলে দিতে পারে অপটিকাল ইলিউশন।
ছবি বলবে মনের কথা
সম্প্রতি এমনই একটি ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। ছবিটিতে দেখা যাচ্ছে কিছু ফুল ও একটি নারীর মুখ। কিন্তু প্রথমবার তাকানোর পর একেকজন একেকটা জিনিস দেখতে পাবেন। কেউ প্রথমেই দেখতে পাবেন নারীর মুখ, কেউ আবার দেখতে পাবেন কতগুলো ফুল। কেউ হয়তꦓো বা দুটোই একসঙ্গে দেখবেন। কে কোন জিনিসটি প্রথমে দেখছেন, তার ভিত্তিতেই বলে দেওয়া সম্ভব, কার মন সুখী আর কেই বা বিরক্ত। অন্তত ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে বক্তা ত🌱াই বলছেন। তাঁর কথায়, ছবিটিতে কার চোখে প্রথম কোনটা পড়ছে, তা-ই বলে দেবে তিনি সুখে আছেন না দুঃখে আছেনআরও পড়ুন - ছ♓বিতে তাকিয়ꦅে প্রথমে মুখ দেখলেন না ঘোড়া? উত্তরটাই বলে দেবে আপনার ব্যক্তিত্ব কেমন
যদি প্রথমে ফুল দেখেন
যদি একজন ব্যক্তি প্রথমে ফু্ল দেখেন, তবে তিনি নিঃসন্দেহে প্রকৃতিপ্রেমিক। পাশাপাশি তিনি এই পৃথিবীর বাসিন্🐻দা হিসেবেও যথেষ্ট আনন্দ বোধ করেন। এছাড়াও ওই ভিডিয়োর দাবি অনুযায়ী, এমন ব্যক্তি অধিকাংশ সময় খুশি মনে থাকেন। বাধাবিপত্তি এলে কাটিয়ে ওঠꦬার চেষ্টা করেন হাসিমুখে। লড়াই করতে ভয় পান না। কোনওকিছুর মধ্যে খুব বেশি জড়িয়ে পড়ে বিষয়টি জটিল করে ফেলেন না।আরও পড়ুন - বাঘ না হাতি, ꦬছবিতে তাকিয়েই কোনটা আগে দেখলেন? প্রাণীই বলে দেবে আপনার মনের ধরন
যদি নারীর মুখ প্রথমে দেখেন
যে ব্যক্তি নারীর মুখ প্রথমে দেখছেন, তবে তাঁর ডিটেলিংয়ের প্রতি নজর রয়েছে বলে জানাচ্ছে ওই ভিডিয়ো। প্রকৃতি মেঘের মতো নানা খেয়ালে নিজেদের মধ্যে কী আকার অকৃতি নেয়, তা তিনি বুঝে ন🧸িতে পারেন। তবে এর আরেকটা অর্থও রয়েছে। নারীর মুখ দেখার অর্থ ওই ব্যক্তি ব্যক্তিগত জীবনেও খুব ছোট ছোট দিকে নজর রাখেন। ফলে কোনও কিছু খারাপ লাগলে তার জন্য মনে কষ্ট পান। বিরক্ত বোধ করেন। কখনও কখনও প্রচণ্ড দুঃখ পেয়ে বলে অস্থির বোধ করেন।🦩 এমন ব্যক্তি মনমেজাজ ভালো না থাকলে কথায় কথায় রেগেও ওঠেন।