ডেজার্ট খেতে পছন্দ করেন না এমন মান𓆏ুষ খুব কমই আছে। আর সেই ডেজার্ট যদি ওরিও দিয়ে তৈরি হয়, তাহলে তো কথাই নেই! মাত্র তিনটি উপকরণের সাহায্যে বানিয়ে ফেলা সম্ভব এই ওরিও মুজ। আর সেটাও খুব চটজলদি। বাড়িতে অতিথি এলেও আপনি চমকে দিতে পারেন কুকিং স্কিল দিয়ে। দেখে নিন কীভাবে বানাবেন।
ওরিও মুজের রেসিপি--
উপকরণ:
ওরিও বিস্কুট (১০টি)
হেভি ক্রিম (১ কাপ- ২৪০ মিলি)
গুঁড়ো চিনি (১/৩ কাপ- ৪০ গ্রাম)
পদ্ধতি:
১. মিক্সিতে ওরিও বিস্কুট দিয়ে তা গুঁড়ো করে নিন। চাইলে জিপ লক প্যাকেটে বিস্কুট ভরে, মুখ আটকে তা বেলনি দিয়ে গুঁড়ো করে নিতে পা�𝓡�রেন।
২. এবার এ꧙কটা বড় বাটিতে হেভি ক্রিম আর চিনি দিয়ে নেড়ে নিন যতক্ষণ না তা ঘন হয়ে যাচ্ছে। বাটি উলটে যদি দেখেন মিশ্রণটি পড়ে যাচ্ছে না তাহলে বুঝবেন তা তৈরি হয়ে গিয়েছে।
৩. এবার এটার সাথে ওরিও বিস্কুট মিশিয়ে নিন।
৪. পাইপিং ব্যাগে ভরে তা সার্ভিং বোল বা গ্লাসে ঢেলে দ🌄িন।
৫. ফ্রিজে রাখুন কমপত্রক্ষে ঘণ্টাচার।
৬. উপরে ওরিও 💫বিস্কুট দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
এই গ💜রমের বিকেলে এরকম একটা ঠান্ডা ডেজার্ট পেলে