ভাঙড়ার দাপটে রাস্তা কাঁপালো নিউজিল্যান্ড পুলিশ। ভারতের🃏 দীপাবলি এখন বিশ্বজুড়ে বিখ্যাত হয়ে উঠছে। আর দীপাবলি উৎসব উপলক্ষ্যে এদিন ভাঙর🉐া করেছে নিউজিল্যান্ড পুলিশ। তারই ভিডিয়ো এখন তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভারতীয় সম্প্রদায়ের সবচেয়ে বড় অনুষ্ঠান
উল্লেখ্য, প্রতি বছর নিউজিল্যান্ডের অকল্যান্ডে দীপাবলি পালিত হয়। এই উৎসবে, বিভিন্ন সংস্কৃতি এবং সম্প্রদায়ের মানুষ একত্রি🌟ত হয়। ভারতীয় ঐতিহ্যের অংশ হয়ে ওঠে। বিশেষ করে সে দেশের ভারতীয়রা এই অনুষ্ঠানে উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। স্থানীয় নাগরিকদের সঙ্গে একযোগে ধুমধাম করে এই উৎসব উদযাপন করা হয়।
আরও পড়ুন: (শহর দাপানো শেষ হয়🦩েছে বহু আগেই! তবুও স্মৃতি হিসেবে শেষ দোতলা বাস সংরক্ষণ করবে পরিবহন দফতর)
ভাইরাল ভিডিয়োতে কী দেখা গিয়েছে
অকল্যান্ডের দীপাবলি উৎসবে, ভাঙরা করেছে 🌱নিউজিল্যান্ডের পুলি🌠শ। এই ভিডিয়োই ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে। ভিডিয়োর শুরুতে, একজন হোস্ট ঘোষণা করেন যে এখন আমরা এখানে ভাঙরা দিয়ে অনুষ্ঠান শুরু করছি। এর পরেই, দু' জন পুলিশ অফিসার তাঁদের ইউনিফর্ম পরে মাঠে নামেন, চিরাচরিত ভাঙরা করেন। কিছুক্ষণ পরে, আরও পুলিশ সদস্যরাও মাঠে নামেন। কিছুক্ষণের মধ্যেই বিদেশে দেশি উৎসবটি আনন্দে ভরে ওঠে।
আরও পড়ুন: (Food Vlogger Viral Video: ক্যামেরা বার করবেন না…ফুড ভ্লগারকে ঘাড়ধাক্কা 🎀রেস্তোরাঁর মালিকে🔥র, ভাইরাল ভিডিয়ো)
ভিডিয়োটি এখানে দেখুন
ভবিক ভাট নামে একজন ব্যবহারকারী এই ভিডিয়ো ইনস্ট🌊াগ্রামে শেয়ার করেছেন এবং ক্যাপশনে লিখেছেন, লাইভ ভ⭕াঙরা করছেন নিউজিল্যান্ডের পুলিশ।
আরও পড়ুন: (World's Largest Building: বিশ্বের♏ সবচেয়ে বড় বিল্ডিং বানাচ্ছে সৌ💟দি আরব, হাঁ করে দেখবে বুর্জ খলিফাও)
নেটিজেনদের প্রতিক্রিয়া
এই ভিডিয়ো দেখার পরে, সোশ্যাল মিডিয়ায় প্রশংসার পঞ্চমুখ নেটিজেনরা। একজন ব্যবহারকারী লিখেছেন, পৃথিবী আরও সুন্দর হয়ে ওঠে, যখন আমরা অন্যান্য সংস্কৃতি ও ঐতিহ্য গ্রহণ করি। অন্য একজন ব্যবহারকা🃏রী লিখেছেন, এটা দেখে কারও খারাপ লাগছে না, বরং🤪 সবাই উপভোগ করছেন। নিউজিল্যান্ডের সংস্কৃতির প্রশংসা করতে গিয়ে একজন ব্যবহারকারী লিখেছেন, এই দেশ প্রত্যেক সংস্কৃতিকে সম্মান জানায়।