Ramzan 2023 Date and Timing: দেখা গেল না রমজানের চাঁদ, পরশু থেকেই রোজা রাখা হবে
1 মিনিটে পড়ুন Updated: 22 Mar 2023, 08:06 PM ISTRamzan 2023 Date and Timing: দেখা গেল না রমজানের চাঁদ। ফলে পিছিয়ে গেল 🧔রোজা পালন শুরুর দিন।
Ramzan 2023 Date and Timing: দেখা গেল না রমজানের চাঁদ। ফলে পিছিয়ে গেল 🧔রোজা পালন শুরুর দিন।
অপেক্ষার অবসান হল না। বুধবার দেখা গেল না রমজানের 🐲চাঁদ। ফলে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে না রোজা রাখা। তেমনই জানিয়ে দেওয়া হল জামা মসজিদের তরফে। জামা মসজিদের মারকাজি রয়াত-এ-হিলাল কমিটি জানিয়ে দিল এদিন দেখা যায়নি রমজানের চাঁদ। ফলে পরশু থেকে শুরু হচ্ছে রোজা।
এদিন বিকেল থেকেই সারা দেশ অপেক্ষায় ছিল রমজানের চাঁদ দেখার। সেই হিসাবে সারা দেশেই ধর্মপ্রাণ মুসলমান চোখ রেখেছিলেন আকꦯাশের দিক﷽ে। কিন্তু আজ রমজানের চাঁদ দেখার অপেক্ষার অবসান হল না। দিল্লির জামা মসজিদের তরফে এই কথা ঘোষণার আগেই মহারাষ্ট্র, হায়দরবাদেও জানিয়ে দেওয়া হয়েছিল, এদিন দেখা যায়নি রমজানের চাঁদ। ফলে ২৪ তারিখ থেকেই যে রোজা পালন হবে, তাও এক প্রকার পরিষ্কার হয়ে গিয়েছিল।
(আর পড়ুন: রমজান মাসে তাড়াতাড়ি সরকারি অফিস ছুটি এই রাজ্যে, মুসলমান কর্মীদের🐠 বিশেষ সুবিধা)
(আরও পড়ুন: Ramadan 2ꦏ023 Moon Sighting LIVE: দিল্ল🌠িতে দেখা গেল না চাঁদ, পরশু থেকে রোজা)
জামা মসজিদের তরফে এই ঘোষণার পরেই জামিয়াত উলামা-ই-হিন্দের তরফেও ঘোষণা করা হল এ দিন ভারতের কোনও জায়গা থেকেই দেখা যায়নি রমজানের চাঁদ। ফলে এ দিন থেকে শুরু হচ♈্ছে না রমজান মাস। তার ফলে ২৪ তারিখ থেকে রোজা রাখা শুরু হবে বলেও জানানো হল।