রমজান মাসে রোজা বা উপবাস পালন করেন ইসলাম ধ꧒র্মাবলম্বীরা। এ সময় ফজ্র (গোধূলি), ধুর (দুপুর), অস্র (বিকেল), মগ্রিব (সন্ধে) এবং ইশা (রাত)-র নামাজ পড়তে হয়। এ ছাড়াও রোজার সময় ইচ্ছাকৃত ভাবে কিছু খাওয়া বা পান করা নিষিদ্ধ। আবার ধূমপান বা মদ্যপান করলে রোজা বাতিল হয়ে যায়।
ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে চতুর্থ স্তম্ভ হল রোজা পালন𝓰। রোজা রাখা আত্ম-সংযম পালনের পꦰ্রতীক।
রোজার দিনে সূর্যোদয়ের আগে নামাজের পর সেহরি খেয়ে শুরু হয় রোজা। সারাদিন উপবাস করে সূর্য অস্ত গেলে আজানের পর ইফতারের মাধ্যমে উপবাস ভঙ্গ করা হয়। এ সময় যে সমস্ত খাবার-দাবার তৈরি করা হয়, তা দরিদ্র ও অসহায় মানুষের ম𓆉ধ্যেও বিতড়ণ করা হয়।
এখানে জানুন ৪ মে ২০২১-এর সেহেরি এবং ইফতারের সময়—
১. কলকাতা🔥 : সেহরির সম☂য় - ভোর ৩ টে ৪২ মিনিট। ইফতারের সময় - বিকেল ৬ টা ০৫ মিনিট।
২. হাওড়া : সেহরির সময় - ভোর ৩ টে 🥂৪২ মিনিট। ইফতারের সময় - সন্ধ্যা ৬টা ০৫𝕴 মিনিট।
৩. ডায়মন্ড হারবার : সেহরির সময় - ভোর ৩ ꦓটে ৪৩ মিনিট। ইফতারের ꦡসময় – সন্ধ্যা ৬ টা ০৫ মিনিট।
৪. মালদহ : স♏ে꧋হরির সময় - ভোর ৩ টে ৩৭ মিনিট। ইফতারের সময় - সন্ধ্যা ৬ টা ০৯ মিনিট।
৫. মুর꧃্শিদা🐓বাদ : সেহরির সময় - ভোর ৩ টে ৩৯ মিনিট। ইফতারের সময় - বিকেল ৬ টা ০৮ মিনিট।
৬. জলপাইগুড💯়ি : সেহরির সময় - ভোর ৩ টে ৩১ মিনিট। ইফতারের সময় - বিকেল ৬ টা ০🐬৯ মিনিট।
৭. শিলিগুড়ি : সেহরির 𒁃সময় - ভোর ৩ টে ৩২ মিনিট। ইফতারের সময় - বিকেল ৬ টা ১১ মিনিট।
৮. আগরতলা : সেহরির সময় - ভোর ৩ টে ২৭ মিনিট। ইফতারের সময় - বিꦺকেল ৫ টা ৫৫ মিনিট।
৯. ꦅঢাকা : সেহরির সময় - ভোর ৪ টে ০১ মিনিট। ইফতারের সময় - সন্ধ্যা ৬ টা ২৯ মিনিট।
১০. লন্ড⛎ন : সেহরির সময় - ভোর ২ টো ৪১🎀 মিনিট। ইফতারের সময় - সন্ধ্যা ৮ টা ৩০ মিনিট।
১১. দুবাই : সেহরির সময় - ভোর ৪ টে ১৫ মিনিট। ইফ🐼তারের সময় - সন্ধ্যা ৬ টা ৫১ মিনিট।