প্রতিবছর ১০-১১ দিন এগোতে থাকে রমজান মাস। এই পুরো মাসটি আল্লাহের ভক্তিতে কাটান মুসলমানরা। তবে রমজানের সময় ২৯-৩০ দিনের রোজা পালনের ক্ষেত্রে কিছু অবশ্য পালনಌীয় নিয়মও রয়েছে।
ইসলামের পাঁ𝓀চটি স্তম্ভের মধ্যে চতুর্থ স্তম্ভ হল রোজা পালন। রোজা র🎶াখা আত্ম-সংযম পালনের প্রতীক।
রোজার দিনে সূর্যোদয়ের আগে নামাজের পর সেহরি খেয়ে শুরু হয় রোজা। সারাদিন উপবাস করে সূর্য অস্ত গেলে আজানের পর ইফতারের মাধ্যমে উপবাস ভঙ্গ করা হয়। এ সময় যে সমস্ত খাবার-দাবার তৈরি কর𒈔া হয়, তা দরিদ্র ও অসহায় মানুষের মধ্যেও বিতরণ করা হয়।
এখানে জানুন ৩ মে ২০২১-এর সেহেরি এবং ইফতারের সময়—
১. কলꩵকাতা : সেহরির সময় - ভোর ৩ টে ৪৩ মিনিট। ইফতারের সময় - সন্ধ্যা ৬ টা ০৫ মিনিট।
২. হা🧸ওড়া : সেহরির সময় - ভোর ৩ টে ৪৩ মিনিট। ইফতারের সময় - সন্ধ্যা ৬টা ০৫ মিনিট।
৩. ডায়মন্ড হারবার : সেহরির সময় - ভোর ৩ টে ৪৪ মিনিট। ইফতারের সময় – সন্ধ্যা 𒊎৬ টা ০৫ মিনিট।
৪.🌳 মালদহ : সেহরির সময় - 🐎ভোর ৩ টে ৩৮ মিনিট। ইফতারের সময় - সন্ধ্যা ৬ টা ০৯ মিনিট।
৫. মুর্শিদাবাদ 𝔉: সেহরির সময় - ভোর ৩ টে ৪০ মিনিট। ꦕইফতারের সময় - সন্ধ্যা ৬ টা ০৭ মিনিট।
৬. জলপাইগুড়ি : স🐓েহরির 🦋সময় - ভোর ৩ টে ৩২ মিনিট। ইফতারের সময় - সন্ধ্যা ৬ টা ০৯ মিনিট।
৭. শিলিগুড়ি : সেহরির সময় - ভোর ৩ টে ৩৩ মিনিট। 🏅ইফতারের সময় - সন্ধ্যা ৬ টা ১০ মিনিট।
৮. আগরতলা : সেহরির সময় - ভোর ৩ টে ২৮ মিনিট। ইফতারের সময় - বিকেল🍸 ৫ টা ৫৫ মিনিট।
৯. 𒈔ঢাকা : সেহরির সময় - ভোর ৪ টে ০২ মিনিট। ইফতারের সময় - সন্ধ্যা ৬ টা ২৮ মিনিট।
১০. লন্ডন : সেহরির সময় - ভোর ২ টো ৪২♉ মিনিট। ইফতারের সময় - রাত ৮ টা ২৮💮 মিনিট।
১১. দুবাই : সেহরির সময়♋ - ভোর ৪ টে ১৬ মিনিট। ইফতারের সময় - সন্🍎ধ্যা ৬ টা ৫১ মিনিট।