গরমে এমনিতেই ঘুমোতে সমস্যা হচ্ছে অনেকের। তার মধ্যে যত দিন যাচ্ছে, নানা কারণে ঘুম কমে যাচ্ছে। মানসিক চাপ, খাবা🐭র হজম করার সমস্যা, থেকে অন্য নানা কারণে কমছে ঘুম।
কিন্তু খাদ্যাভ্যাসে কিছু বদল আর ঘুমোতে যাওয়ার আগে কয়েকটি খাবার খেলেই এই সমস্যা কমতে পারে। দেখে নিন, কোন কোন খাবার আপনাকে 🐷ঘুমোতে সাহায্য করতে পারে।
প্রথমেই মনে রাখতে হবে, রাতের খাবারটি ঘুমোতে যাওয়ার অন্তত ২ ঘণ্টা আগে খেতে হবে। না হলে 𝓰সেই খাবার হজম করতে সমস্যা হয়। রাতে যতটা পারবেন হালকা খাবার খান। তাতেও সুবিধা হবে ঘꩵুমের।
এবার আসা যাক, ঘুমোতে যাওয়ার আগে কী খাবেন, সেই প্রসঙ্গে🎉। রইল এমনই ඣকয়েকটি খাবারের নাম।
মাখানা: এই খাবারটির মধ্যে স্ন🥀ায়ুকে আরাম দিতে পারে এমন কিছু উপাদা🍃ন রয়েছে। এখ গ্লাস দুধে এক মুঠো মাখানা দিয়ে ফুটিয়ে নিন। তার পরে ঘুমোতে যাওয়ার আগে সেটি খেয়ে নিন। তাতে ঘুম ভালো হবে।
আমন্ড: ঘুমোতে যাওয়ার আগে ৪-৬টা আমꦏন্ড বা কাঠবাদাম খান। এতে শরীরে মেলাটোনিন হরমোনের ক্ষণ বাড়ে। এই হরমোন ঘুমোতে সাহায্য করে। ফলে এই বাদাম খেলে ঘুম ভালো হয়।
কেমোমাইল চা বা জেসমিন চা: এই দু’টি চা ঘুমোতে যাওয়ার আগে খেলে ঘুম ভালো হয়। বিশেষ কর🧔ে কেমোমাইল মানসিক চাপ কমায়, উদ্বেগ বা অবসাদের মতো সমস্যা দূর করে। তাছাড়া এর কিছু উপাদান ঘুম গভীর করে।
ডার্ক চকোলেট: ঘুমোনোর আগে এখ টুকরো করে ডার্ক চকোলেট খান। তাতে এক দম শিশুর মতো গভীর ঘুমোবেন। কারণ ডার্ক চকোলেট খেলেও শরীরে সেরোটো🌺নিনের ক্ষরণ বাড়ে। তাতে ঘুম ভালো হয়।