বিশ্বের সবচেয়ে লম্বা মহিলা, তুরস্কের রুমেসা গেলগি💟র সঙ্গে দেখা করলেন বিশ্বের সবচেয়ে ছোট মহিলা, ভারতের জ্যোতি আমগে। একসঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়েছেন, চা খেয়েছেন এবং একে অপরের সঙ্গ উপভোগ করেছেন। পার্থক্যটা ছিল শুধুমাত্র উচ্চতার। একবার দেখাতেই তাঁদের বন্ধুত্ব জমে ক্ষীর। অন্তত গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের শেয়ার করা ভিডিয়ো দেখ๊ে তাই বলছেন নেটিজেনরা।
আরও পড়ুন: (Chill Guy: ক্রিপ্টোকারেন্সির মুখ নেটদুনিয়া খ্যাত 'চিল গাই', বি𝓰রক্ত স্রষ্টা, কী বললেন)
কী দেখা গিয়েছে ভাইরাল ভিডিয়োতে
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের শেয়ার করা ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, জ্যোতির সঙ্গে খোশ গল্প শুরু করেছেন রুমেসা। রুমেসা যে রু❀মে বসেছিলেন, জ্যোতি তাঁর সঙ্গে দেখা করার জন্য সেখানে প্রবেশ করতেই, রুমেসা বলেন, তুমি অনেক সুন্দর। জ্যোতিও উত্তর দেন, তুমিও তাই।
ভাইরাল ভিডিয়োটি দেখুন
বলা বাহুল্য, ভিডিয়োটি শেয়ার করꦦার পর থেকে, প্রচুর মানুষের নজর কেড়েছে। অনেকেই কমেন্ট বক্সে এসে নিজেদের মতামত দিয়ে এসেছেন।
নেটিজেনরা কী বলছেন
একজন ইনস্টাগ্রাম ব্যবহারকার🎐ী লিখেছেন, 'বাহ। কী চমৎকার মুহূর্ত'। আরও একজন যোগ করেছে, 'এটি আশ্চর্যজনক'। তৃতীয় জন লিᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚখেছেন, 'কত লম্বা?' চতুর্থ একজন প্রকাশ করলেন, 'তাঁরা দুজনেই খুব সুন্দর!'
আরও পড়ুন: (কলকাতায় এলেই কোন জি💖নিস করতেই হবে, সুলুকসন্ধান দিচ্ছেন নেটনাগরিকরাই, মিলিয়ে নিন কোনটা মিস হয়েছে)