দীর্ঘ দিন ধরেই এইডস নিয়ে নানা গবেষণা চলছে। কিন্তু এখনও পর্যন্ত এর নির্দিষ্ট কোনও চিকিৎসা পদ্ধতি আবিষ্💯কার🌃 হয়নি। কিন্তু হালের এক গবেষণায় জানা গিয়েছে, কীভাবে শরীরে ছড়ায় এইচআইভি জীবাণু। সেখান থেকেই বিজ্ঞানীদের আশা, এর প্রতিষেধকও বানানো যেতে পারে আগামী দিনে।
সম্প্রতি ‘প্র𒁃সিডিংস অব দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস’ নামক জার্নালে প্রকাশিত হয়েছে একটি গবেষণাপত্র। সেখানে বিজ্ঞানীরা দাবি করেছেন, কীভাবে এই রোগের জীবাণুটি সুস্থ কোষকে আক্রমণ করে, সেটি তাঁরা খুঁজে পেয়েছেন। নির্দিষ্ট আরএনএ জেনমের মধ্যে এই রোগের ভাইরাসটি নিজেদের মৌলিক বৈশিষ্ট্যগুলিকে সঞ্চয় করে এবং সেই আরএনএ পরবর্তী সময়ে শরীরে এইডসের সংক্রমণ ঘটায়।
বিজ্ঞানীদের কাছে এখন একটাই প্রশ্ন। কীভাবে আরএনএ-টিকে নির্বাচনꦏ করে এই জীবাণু? এই প্রশ্নের উত্তর পেলেই এইডসের চিকিৎসাপদ্ধতি অনেক দূর এগিয়ে যাবে বলে ♏তাঁদের আশা।
তবে এর পিছনে অবদান আছে অতিমারিরও। কোভিডের টিকা🥂 তৈরির জন্য এমআরএনএ নিয়ে দীর্ঘ দিন পুরোদমে গবেষণা হয়েছে। এইচআইভি ঠেকাতেও অন্য ধরনের এমআরএনএ টিকার প্রয়োগ করার কথা অ😼নেক দিন ধরেই ভেবেছেন বিজ্ঞানীরা। এবার সেই কাজ আরও খানিকটা এগিয়ে যাবে বলেই আশা।