পুরুষদের যৌন সমস্যা কমাতে সিলডেনাফিল গোত্রের ওষুধ নিয়মিত ব্যবহার হয়। ফাইজার কোম্পানির এই ওষুধের নাম ভায়াগ্রা। আর সেখান থেকেই এই জাতীয় সমস্ত ওষুধেরই প্রচলিত নাম হয়ে গিয়েছে ভায়াগ্রা। ইরেকটাইল ডিসফাংশন𒈔ের সমস্যা কমাতে চিকিৎসকরা অনেককেই এই ওষুধ খেতে দেন।
কিন্তু যৌন𒉰 সমস্যা বাদ দিয়েও এটি আরও নানা রকম সমস্যা সমাধানে কাজ লাগতে পারে। ২০২১ সালের মাঝামাঝি আমেরিকার কয়েক জন চᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚিকিৎসক পরীক্ষায় প্রমাণ করে দেখান, যাঁদের রক্তচাপ মারাত্মক বেশি এবং হার্ট অ্যাটাকের আশঙ্কা আছে, তাঁদর নিয়মিত বিশেষ মাত্রার ভায়াগ্রা জাতীয় ওষুধ খাওয়ালে হৃদরোগের আশঙ্কা কমে। তবে এখানেই শেষ নয়। এই ওষুধ কয়েকটি বিরল ধরনের ক্যানসারও কমাতে পারে। এমনই বলছেন বিজ্ঞানীরা।
হালে বেলজিয়ামের অ্যান্টি-ক্যানসার ফান্ড এবং গ্লোবাল কিওরের চিকিৎসকরা এই সিলডেনাফিল নিয়ে একটি গবেষণা চালিয়েছেন। গবেষণাপত্রটি ইক্যানসারমেডিক্যালসায়েন্স নামক জার্নালের প্রকাশিত হয়েছে। সেখানে চিকিৎসকরা বলেছ🐷েন, এই 🌼ওষুধ কিছু ক্যানসারকে প্রতিহত করতে পারে।
কিন্তু ক্যানসার আটকানোর জন্য ভায়াগ্রা সরাসরি খাওয়ার কথা বলেননি তাঁরা। গবেষকদলের সদস্য প্যান পান্টজিয়ারকা বলেছেন, এই ওষুধের মধ্যে Phꦜosphodiesterase 5 বা PDE5 নামের উপাদান রয়েছে। সেটিই কিছু কিছু ক্যানসারের সঙ্গে লড়াই করতে পারে।
তাঁর কথায়, ‘এই ওষুধের মধ্যে এমন কিছু উপাদান রয়েছে, যাদের কাজ সম্পর্কে এখনও আমরা জানি না। গলার সমস্যা কমানোর জন্য এই ওষুধ প্রথম তৈরি হয়। তখন কে জানতে🐼ন, শেষ পর্যন্ত এটি কোন সমস্যা কমাতে ব্যবহার হবে। ঠিক তেমনই এখনও আমরা এই ওষুধটা সম্পর্কে সব কিছু জানি না। ভবিষ্যতে