অনেকেই আছেন যাঁরা থাইরোয়েডের সমস্যায় ভুগছেন। এই সমস্যার কারণে অনেকে কোভিড ভ্যাকসিন নিতে ভয় পাচ্ছেন। ENDO 2022 নামক সম্মেলনের আগে👍 করা এক গবেষণা এই বিষয়টির উপর আলোকপাত করেছে। কোভিডের ভ্যাকসিনে থাইরোয়েডের রোগীদের কোনও বড় বিপদের আশঙ্কা আছে কি? কী বলছে গবেষণার রিপ﷽োর্ট?
গবেষণায় দেখা গিয়েছে, কোভিড ভ্যাকসিনের কারণে থাইরোয়েডের রোগীদের হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যাচ্ছে। হংকং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক David T.W. Lui বলেছেন, কোভিড ভ্যাকসিনের সঙ্গে থাইরয়েডের সম্পর্ক নিয়ে এর আগে কোনও গবেষণা হয়নি। (আরও পড়ুন: আসছে ‘ডিজিজ এক🗹্স’! অজানা রোগের অতিমারি শুধু সময়ের অপেক্ষা, আশঙ্কা বিজ্ঞানীদের)
অধ্যাপক Lui আরও বলেছেন, তাঁদের এই সমীক্ষা প্রক🙈াশিত হওয়ার ফলে অনেক থাইরোয়েড রোগীই ভ্যাকসিন নিতে উৎসাহিত হবেন।
এই গবেষণায় CoronaVac ও Pfizer BioNtech ভ্যাকসিনের প্রভাব থাইরোয়েড রোগীদের উপর কী হতে পারে, সেই বিষয় নিয়ে সমীক্ষা করা হয়। (আরও পড়ুন: করোনা টিকার কারণে ভারতীয়দের কোনও লাভ হয়েছে 🔯কি? সাফ উত্তর দিল আꦦন্তর্জাতিক সমীক্ষা)
মোট ৪৭ হাজার থাইরোয়েড রোগীর উপর এই স💞মীক্ষা চালানো হয়। এই রোগীদের উপর উক্ত দুইটি ভ্য💖াকসিন প্রয়োগ করা হয়। কিন্তু ভ্যাকসিনপ্রাপ্ত রোগীদের কোনও জটিল সমস্যা দেখা দেয়নি।