ভারতে ইতিমধ্যেই ব্যাপক হারে কোভিডের টিকাকরণ হয়েছে। অন্য বহু দেশের টিকাকরণের হারের থেকে ভারতে 🐭টিকাকরণের হার বেশি। কিন্তু তাতে লাভ হয়েছে কতটা? হালে এই প্রশ্নের জবাব দিল এক আন্তর্জাতিক সমীক্ষা। কী বলা হয়েছে সেখানে?
সম্প্রতি ল্যানসেট-এর তরফে একটি সমীক্ষা চাল🦹ানো হয়েছে সারা পৃথিবী জুড়ে। কোথায় টিকাকরণের হার কেমন, তার ফলে কী কী সুবিধা হয়েছে— এ সবই বলা হয়েছে এই সমীক্ষার রিপোর্টে।
কী কী বলা হয়েছে ๊এই রিপোর্টে? দেখ🧸ে নেওয়া যাক এক এক করে।
- প্রথম বছরের টিকাকরণের ফলে সারা পৃথিবী জুড়ে ১৯.৮ মিলিয়ন মৃত্যু ঠেকানো গিয়েছে। সব মিলিয়ে ১৮৫টি দেশে টিকাকরণের এই সুফল পাওয়া গিয়েছে।
- এই সমীক্ষায় বলা হয়েছে, সঠিক সময়ে টিকাকরণ করা গেলে এবং পৃথিবীর সব দেশের নাগরিকদের ৪০ শতাংশ মানুষকে টিকার দু’টি ডোজ দেওয়া গেলে সারা পৃথিবী জুড়ে আরও অন্তত ৫,৯৯,৩০০ প্রাণ বাঁচানো যেত।
কিন্তু ভারতের সম্পর্কে কী বলা হয়েছে এই সমীক্ষায়?
ল্যানসেটের রিপোর্ট বলছে, ভারতে সঠিক সময়ে টিকাকরণের কারণে অন্তত🌃 ৪২ লক্ষ মানুষের প্রাণ বাঁচানো গিয়েছে। ফলে টিকাকরণ যে আসলে ভারতীয়দের জন্য খুবই লাভের হয়েছে, তা বলার অপেক্ষা র🦩াখে না।
সঠিক সময়ে এই টিকাকরণ প্রক্রিয়া শুরু করা গিয়েছিল বলে এই সংখ্যক মানুষকে বাঁচানো গিয়েছে। এমনই 🉐বলছে ল্যানসেটের সমীক্ষা। ভারতে টিকাকরণ প্রক্রিয়ায় প্রশংসা করা হয়েছে এই সমীক্ষায়।