ℱ প্রতি দিন উন্নতি হচ্ছে চিকিৎসাবিজ্ঞানের। হালের একটি ঘটনা সেটি যেন আরও বেশি করে প্রমাণ করে দিল। প্রায় ৫ হাজার কিলোমিটার দূর থেকেই রোগীর অপারেশন করে ফেললেন শল্যচিকিৎসক। এবং অপারেশনটি বেশ সফল ভাবেই সম্পন্ন করা গেল। কোথায় ঘটেছে এই ঘটনা? জেনে নিন পুরোটা।
🍨হালে চিনে এই ঘটনাটি ঘটেছে। বিজ্ঞান এবং প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে এখন চিকিৎসা শাস্ত্রেও প্রযুক্তির ব্যবহার অনেকটাই বেড়ে গিয়েছে। রিমোট কনট্রোল থেকে AI প্রযুক্তি— এসবের ব্যবহারই চিকিৎসার ক্ষেত্রে অনেকাংশে বেড়েছে। ফলে এখন চিকিৎসার অনেকগুলি ক্ষেত্রই আগের থেকে বেশি নিরাপদ হয়েছে বলে মনে করেন অনেকে। তবে সেটি স্বতন্ত্র আলোচনার বিষয়। আপাতত যে ঘটনা অনেককে বিস্মিত করেছে, তা হল সাংহাই শহরের একটি ঘটনা। কী ঘটেছে সেখানে?
✱চিনের কাসগার শহরের এক হাসপাতালে ফুসফুসের টিউমার নিয়ে ভর্তি করা হয়েছিল এক রোগীকে। তাঁর তড়িঘড়ি অস্ত্রোপচারের দরকার ছিল। কিন্তু যে চিকিৎসক এই অপারেশনটি করতে পারবেন, তিনি সাংহাই শহরে। দেশের যে প্রান্তে কাসগার, সাংহাই ঠিক তার উলটো প্রান্তে। ফলে চিকিৎসককে উড়িয়ে নিয়ে আসতে গেলেও লাগবে অনেকটা সময়। আর এই সময়টাই বাঁচিয়ে দিল প্রযুক্তি। নিজের চেম্বারে বসেই সাংহাই থেকে কাসগারে অপারেশন সেরে ফেললেন চিকিৎসক। সেটি শেষ হল সফল ভাবেই। এবং খবর পাওয়া গিয়েছে ওই রোগী সুস্থই আছেন।
♍এই ঘটনার একটি ভিডিয়োও এসে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে, রিমোট কন্ট্রোল যন্ত্রের সামনে বসে অপারেশন করছেন চিকিৎসক। অপর প্রান্তে কাসগারের হাসপাতালে শুয়ে রোগী। যন্ত্রই ওখানে তাঁর অপারেশন করে দিচ্ছে। যে যন্ত্রের চালক রিমোট রয়েছে চিকিৎসকের হাতে।
🍸এই গোটা অপারেশনটি শেষ করতে এক ঘণ্টা মতো সময় লেগেছে। আগামী দিনে এই ধরনের প্রযুক্তি ব্যবহার করেই একের পর এক অপারেশন করা যেতে পারে বলে মনে করছেন অনেকেই। পাশাপাশি এরকমও মনে করছেন অনেকে, এই পদ্ধতি তুলনায় অনেক বেশি নিরাপদ। কোনও চিকিৎসক যখন কোনও রোগীর অপারেশন করেন, তখন যদি তাতে ১ শতাংশ মাপের এদিক ওদিক হওয়ার আশঙ্কাও থাকে, এ ক্ষেত্রে পুরোটাই যন্ত্রচালিত বলে সেটির আশঙ্কাও কম। আগামী দিনে সারা পৃথিবীতেই এমন ধরনের অপারেশন হতে পারে বলে মনে করছেন অনেকেই।