পেঁয়াজ ছাড়া কোনও আমিষ রান্নাই হয় না। যত বেশি পরিমাণ রান্না, তত বেশি পরিমাণ পেঁয়াজ কাটতে হয়। আর এই পেঁয়াজ কাটতে গেলেই চোখ দিয়ে গড়িয়ে পড়ে জল। পেঁয়াজের ঝাঁঝ চোখে গেলে চোখ হয়ে যায় ঝাপসা। তাহলে উপায়? সেটাই বল🍰া হবে এই প্রতিবেদনে।
পেঁয়াজ কাটলে কেন চোখ ঝাপসা হয়ে যায়?
পেঁয়াজে থাকে সালফেনিক অ্যাসিড, যা পেঁয়াজ কাটার সঙ্গে সঙ্গে অন্য এনজাইমের সঙ্গে মিশে যায়। তৈরি হয় সালফার গ্যাস। আর এই গ্যাস চোখে গেলেই চোখ জ্বালা করতে থাকে। তবে রান্নার সময় এই এনজꦑাইম আর কাজ করে না তাই পেঁয়াজ রান্না করার সময় চোখ জ্বালা করে না।
(আরও পড়ুন: প্রতিদিন꧃ খান এক কাপ কফি, জীবন বদলে যাবে! কী কী ঘটবে, জেনে নিন এখান থেকে)
এই পদ্ধতি মেনে চললে পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালা করবে না
চুইংগাম চিবানো: পেয়াঁজ কাটার সময় যদি চুইংগাম চেবাতে পা🔥রেন তাহলে দেখবেন আপꩵনার চোখ দিয়ে আর জল পড়ছে না। মুখে চুইংগাম থাকলে পেঁয়াজের ঝাঁঝ চোখ অব্দি পৌঁছতে পারে না, ফলে চোখ দিয়ে জল বের হয় না।
পেঁয়াজ ফ্রিজে রাখুন: পেঁয়াজ কাটার মিনিট ১৫ আগে সেটি ফ্রিজে রেখে দিন। পেঁয়াজ যদি ঠান্ডা হয়ে যায়, তাহলে এনজাইমগুল༺ি অত ভালো কাজ করতꦏে পারবে না, ফলস্বরূপ আপনার চোখও জ্বালা করবে না।
ধারালো ছুরি ব্যবহার করুন: কথাটা অবাক লাগলো এই পদ্ধতিটি ব্যবহার করলে কিন্তু বেশ ভালই কাজ হবে। ধারালো ছুরি দিয়ে প্রথমে পেঁয়াজের মুখটা অনেকটা কেটে নিন। তারপর শুরু করুন পেঁয়াজ কাটা। দেখবেন চোখ ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚজ্ꦜবলবে না।
(আরও পড়ুন: বাঁধাকপি খান? এটি 🌼শরীরের জন্য💃 কতটা ভালো? কখনও খোঁজ নিয়ে দেখেছেন কি)
আগুনের সামনে রাখুন: আগুনের সামনে পেঁয়া🐻জ কাটলে নাকি চোখ জ্বালা করে না। আসলে আগুনের সংস্পর্শে এলে পেঁয়াজের এনজাইম গুলি নষ্ট হয়ে যায়, ফলে চোখ জ্বালা করে না।
জলে ভিজিয়ে রাখুন: পেঁয়াজ কাটার আগে মিনিট ৩০ সেটি জলে ভিজিয়ে রাখুন। জল꧑ে ভিজিয়ে রাখলে পেঁয়াজেಌর ঝাঁঝ কমে যাবে, তাহলে আর কাটার সময় কষ্ট হবে না।